French Open 2025: পিছিয়ে পড়েও লড়াই ছাড়লেন না তিনি। প্রথম সেট হেরে গিয়েও ফিরে এলেন রাণীর মতো। 

French Open 2025: ফরাসি ওপেনে মহিলাদের ফাইনালে চ্যাম্পিয়ন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা ২১ বছর বয়সী কোকো গফ। মোট তিনটি সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে লাল সুড়কির কোর্টে বাজিমাত করলেন গফ এবং পরাজিত করলেন আরিয়ান সাবালেঙ্কাকে।

ফাইনালের লড়াইতে মুখোমুখি হয়েছিলেন বিশ্বের ১ এবং ২ নম্বর তারকা

প্রসঙ্গত, ইগা শিয়নটেককে হারিয়ে ফাইনালে ওঠেন সাবালেঙ্কা। কিন্তু চলতি ফরাসি ওপেনে রীতিমতো চমক দিয়ে লস বোয়াসঁকে পরাজিত করেন কোকো গফ এবং পৌঁছে যান সোজা ফাইনালে। এরপর শনিবারের রুদ্ধশ্বাস ফাইনালে বিশ্বের সেরা দুই মহিলা টেনিস তারকার লড়াই বেশ জমে ওঠে। বলা চলে, প্রথম সেট থেকেই টানটান যুদ্ধ শুরু হয়ে যায়। শেষপর্যন্ত, ৭৮ মিনিটের লড়াইয়ের নিস্পত্তি হয় টাইব্রেকারে। যদিও প্রথম সেটটি হেরে যান গফ।

Scroll to load tweet…

যতই সময় এগোল, ততই যেন জমে উঠল ম্যাচ। সাবালেঙ্কার চিৎকার যেন কার্যত, থামিয়ে দিলেন কোকো গফ। দুরন্তভাবেই জিতে নিলেন নিজের প্রথম ফরাসি ওপেন ফাইনাল। গত ২০২২ সালের ফাইনাল ম্যাচে ইগা শিয়নটেকের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। 

তবে এবার আর সুযোগ নষ্ট নয়! মোট আড়াই ঘণ্টার লড়াইতে তিনটি সেটের যুদ্ধ (৬-৭, ৬-২, ৬-৪) জিতে নিলেন তিনি। অপরদিকে, সেরিনা উইলিয়ামস ১০ বছর আগে ফরাসি ওপেন জিতেছিলেন। আর ঠিক ১০ বছর পর, আবার কোনও আমেরিকান খেলোয়াড়ের হাতেই উঠল এই ঐতিহাসিক ট্রফি।

Scroll to load tweet…

কিন্তু তারপরই যেন দুরন্ত কামব্যাক। ২১ বছর বয়সী এই আমেরিকান তারকা বুঝিয়ে দিলেন, লড়াই এখনও বাকি আছে। ম্যাচের দ্বিতীয় এবং তৃতীয় সেটে কার্যত, উড়ে গেলেন সাবালেঙ্কা। পরপর দুটি সেট গফ জিতে নিলেন ৬-২ এবং ৬-৪ ব্যবধানে। 

শুধু তাই নয়, দ্বিতীয় সেটে একাধিকবার সাবালেঙ্কার সার্ভিস ভাঙলেন গফ। মোট ২ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াইয়ের শেষে তৃপ্তির হাসি আমেরিকার গফের মুখে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।