সংক্ষিপ্ত

ভারতের আধ্যাত্মিকতার প্রতি বিদেশিদের আকর্ষণ নতুন কিছু নয়। এবার ইটালির হকি দলের খেলোয়াড়দেরও মন্দির দর্শন করতে দেখা গেল।

মঙ্গলবার রাঁচিতে হকি অলিম্পিক কোয়ালিফায়ার্স ২০২৪-এর ম্যাচে ভারত-ইটালির মহিলা দলের লড়াই হতে চলেছে। তার আগে পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গেলেন ইটালির খেলোয়াড়রা। তাঁরা মন্দির ঘুরে দেখার পাশাপাশি জগন্নাথ দেবের আশীর্বাদও নিলেন। তবে ভারতের বিরুদ্ধে যেহেতু ম্যাচ, সেই কারণে ভারতের মহিলা হকি দলের আশা, দৈব শক্তি ভারতের দিকেই থাকবে। টোকিও অলিম্পিক্সে পদক জিতেছিল ভারতের পুরুষ হকি দল। এবার মহিলা হকি দলও পদক জেতার লক্ষ্যে তৈরি হচ্ছে। তবে সবার আগে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে হবে। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে ভারত-সহ বিভিন্ন দল।

অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে চাপে ভারতের

প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে হলে মঙ্গলবার ইটালির বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে ভারতের মহিলা হকি দলকে। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়ে আশা বাঁচিয়ে রেখেছেন ভারতের মহিলা হকি খেলোয়াড়রা। কিন্তু এখনও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়নি। এখন গ্রুপে ৪ দলের মধ্যে ৩ নম্বরে ভারত। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচ। ফলে প্রধান জ্যানেকে স্কপম্যানের মতোই খেলোয়াড়রাও যথেষ্ট চাপে। ইটালিকে বড় ব্যবধানে হারাতে পারলে অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের সুযোগ থাকবে। না হলে ছিটকে যাবে ভারতের মহিলা হকি দল। সেই কারণে মঙ্গলবারের ম্যাচ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

View post on Instagram
 

 

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হারই চাপে ফেলে দিয়েছে ভারতকে

গ্রুপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে না গেলে ভারতীয় দলের উপর এই চাপ তৈরি হত না। পরের ম্যাচেই নিউজিল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে দল। কিন্তু চাপ পুরোপুরি কাটেনি। ভারতের প্রধান কোচ বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমরা একেবারেই ভালো খেলতে পারিনি। তারপর আমাদের মানসিকতা বদলে গিয়েছে। মেয়েরা নিজেরাই আলোচনা করেছে। তারপর আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার প্রস্তুতি নিই। আমরা কীভাবে হকি খেলব, সে ব্যাপারে নিজেদের মধ্যে কথা বলি। তারপর যেটা করতে চেয়েছি সেটাই করতে পেরেছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Hockey: নেদারল্যান্ডসের বিরুদ্ধে চমকপ্রদ জয়, জুনিয়র হকি বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত

ভারতের সর্বকালের অন্যতম সেরা হকি তারকা, অবসরের পর অ্যাকাডেমি নিয়ে ব্যস্ত ধনরাজ পিল্লাই

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অসাধারণ জয়, মহিলাদের জুনিয়র এশিয়ান কাপ হকি চ্যাম্পিয়ন ভারত