সংক্ষিপ্ত

ওড়িশায় চলছে হকি বিশ্বকাপ। ভুবনেশ্বর, রাউরকেল্লা তো বটেই, দেশের অন্যান্য প্রান্তেও হকি নিয়ে উন্মাদনা দেখা যাচ্ছে।

  • ওড়িশার সুন্দরগড় জেলার সৌনামারা অঞ্চলে রোজ সকালেই দেখা যায় এই দৃশ্য। শতাধিক শিশু বাঁশ বা কেন্দু গাছের ডাল দিয়ে তৈরি হকি স্টিক নিয়ে ধুলো ওঠা মাঠে হকি খেলে। এই অঞ্চলে ২,০০০-এর মতো আদিবাসীর বাস। এই অঞ্চলটি ভারতের 'হকি গ্রাম' হিসেবে পরিচিত। হকি ইন্ডিয়ার বর্তমান সভাপতি দিলীপ তিরকে, এবারের হকি বিশ্বকাপে ভারতের অন্য়তম ভরসা অমিত রোহিদাস, ভারতের জুনিয়র হকি দলের সহ-অধিনায়ক দীপসন তিরকে, ভারতের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক সুভদ্রা-সহ অনেক খেলোয়াড়ই এই গ্রাম থেকে উঠে এসেছেন। পুরুষ ও মহিলা মিলিয়ে এই গ্রাম থেকে ৬০ জনেরও বেশি খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলেছেন। এতদিন এই গ্রামে কৃত্রিম টার্ফ ছিল না। ন্যাড়া মাঠেই হকি খেলতে হত। তবে এবার এই মাঠ বদলে যাচ্ছে। এবার এই গ্রামে বসানো হচ্ছে কৃত্রিম টার্ফ। এতে খুশি প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা।
  • ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে অভিনেত্রী আথিয়া শেট্টির বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই উপলক্ষে মুম্বইয়ের পালি হিলে রাহুলের বাড়ি আলোর মালায় সেজে উঠেছে। রাহুলের আত্মীয় ও বন্ধুবান্ধবরা বিয়ে উপলক্ষে আসতে শুরু করেছেন।

বিস্তারিত দেখুন-

  • ইন্ডিয়া ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতের অন্য়তম সেরা শাটলার পিভি সিন্ধু। মঙ্গলবার নয়াদিল্লিতে থাইল্যান্ডের সুপানিদা কেটথঙ্গের কাছে স্ট্রেট গেমে হেরে গিয়েছেন সিন্ধু। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ১২-২১, ২০-২২।
  • বিতর্ক অতীত, অস্ট্রেলিয়ান ওপেনে ফিরে প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন নোভাক জকোভিচ। মঙ্গলবার রড লেভার এরিনায় বিশ্বের ৭৫ নম্বর রবার্তো কার্বেলেস বেইনাকে হারিয়ে দেন জকোভিচ। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-৪, ৬-০। ২ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে জয় পেয়েছেন জকোভিচ।
  • বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট। তাঁর দাবি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে বিরাটের ফিটনেস কোনও অংশে কম নয়। মানসিক শক্তির জোরেই এত সমালোচনার পরেও বিরাট ফিরে আসতে পেরেছেন বলেও দাবি প্রাক্তন পাক অধিনায়কের।
  • ২০০৪ সালের মতোই এবারও ভারত সফরে টেস্ট সিরিজ জিততে পারে অস্ট্রেলিয়া। এমনই আশা প্রকাশ করলেন প্রাক্তন তারকা অ্যাডাম গিলক্রিস্ট। তিনি নাথান লিয়নের উপর বাজি ধরছেন। গিলক্রিস্টের আশা, ভারতীয় ব্যাটারদের চাপে ফেলে দিতে পারেন লিয়ন। 

বিস্তারিত দেখুন-

  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে পারবেন না ভারতীয় দলের মিডল অর্ডারের ভরসা শ্রেয়াস আইয়ার। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে রজত পতিদারকে। শ্রেয়াসের বদলে মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন সূর্যকুমার যাদব।

বিস্তারিত দেখুন-

  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ভারতীয় দলে থাকছেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। তাঁর উপর ভরসা রাখছেন অধিনায়ক রোহিত শর্মা। তবে ওপেন করবেন না ঈশান। তাঁকে মিডল অর্ডারে ব্যাটিং করতে পাঠানো হবে।

বিস্তারিত দেখুন-

  • বালি দিয়ে বিশ্বের সবচেয়ে বড় হকি স্টিক তৈরি করলেন বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক। তিনি বালি ও ৫০০টি হকি বল দিয়ে ১০৫ ফুট লম্বা হকি স্টিক তৈরি করেছেন। একটি সংস্থা তাঁকে বিশ্বের সবচেয়ে বড় হকি স্টিকের রেকর্ডের স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি পেয়ে খুশি শিল্পী।

বিস্তারিত দেখুন-

  • দিয়েগো মারাদোনাকে মহান খেলোয়াড় বলে উল্লেখ করলেও, লিওনেল মেসিকেই সর্বকালের সেরা ফুটবলার বলে উল্লেখ করলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজেরও পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার কোচ। তিনি এমিলিয়ানো ভালো মানুষ বলে উল্লেখ করেছেন।