সংক্ষিপ্ত

শুক্রবার শুরু হচ্ছে হকি বিশ্বকাপ। ওড়িশায় হচ্ছে এবারের হকি বিশ্বকাপ। ভালো পারফরম্যান্সের লক্ষ্যে ভারতীয় দল।

১৯৭৫ সালের পর আর হকি বিশ্বকাপ জিততে পারেনি ভারতীয় দল। এবার দেশের মাটিতে ফের চ্যাম্পিয়ন হওয়াই পি আর শ্রীজেশ, আকাশদীপ সিংদের লক্ষ্য। শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারতের হকি বিশ্বকাপ অভিযান। শুক্রবার সন্ধেবেলা রাউরকেল্লার বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ স্পেন। ফলে প্রথম ম্যাচে ভারতের লড়াই মোটেই সহজ হবে না। স্পেন বরাবরই শক্তিশালী দল। তবে ভারতীয় দল দেশের মাটিতে হকি বিশ্বকাপে লড়াই করতে তৈরি। সম্প্রতি ২ বার স্পেনের মুখোমুখি হয়েছে ভারত। এফআইএইচ প্রো লিগে প্রথম সাক্ষাতে স্পেনের কাছে ২-৩ গোলে হেরে যায় ভারত। পরের ম্যাচে অবশ্য স্পেনকে হারিয়ে বদলা নেয় ভারত। ফলে হকি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারতীয় দল। প্রথম ম্যাচ জিতে ভালোভাবেই বিশ্বকাপ শুরু করার লক্ষ্যে মনদীপ সিং, সুরেন্দর কুমাররা। রাউরকেল্লায় জনসমর্থন থাকবে ভারতের পক্ষে। এই স্টেডিয়াম দর্শক সংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম বলে স্বীকৃতি পেয়েছে। ফলে এখানে জয় ছাড়া কিছু ভাবছে না ভারত।

ভারতের মাটিতে পরপর ২ বার হচ্ছে হকি বিশ্বকাপ। এর আগে ২০১৮ সালেও ভারতে হয়েছিল এই প্রতিযোগিতা। সেবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় ভারত। এবার আরও ভালো ফল করাই ভারতের লক্ষ্য। এখন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে স্পেন। ১৯৭১ ও ১৯৯৮ সালে হকি বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছিল স্পেন। তবে স্প্যানিশদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি ভারত। স্পেন ছাড়াও ভারতের গ্রুপে আছে ইংল্যান্ড, ওয়েলশ। গ্রুপের শীর্ষে থাকাই ভারতের প্রাথমিক লক্ষ্য। এবারের হকি বিশ্বকাপে ৪ গ্রুপের শীর্ষে থাকা দলগুলি সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। সেটাই ভারতের প্রধান লক্ষ্য। তারপর নক-আউট পর্যায়ের ম্যাচ নিয়ে পরিকল্পনা করবে ভারতীয় দল।

সম্প্রতি স্পেনের ফর্ম খুব একটা ভালো নয়। ২০২২-এর জুন থেকে যে ১০টি ম্যাচ খেলেছে স্পেন, তার মধ্যে তারা জিতেছে ৪ ম্যাচ এবং হেরে গিয়েছে ৬ ম্যাচ। ফলে শুক্রবার ভালো পারফরম্যান্স দেখালে জয় পেতেই পারে ভারত। 

১৯৭১ সালে প্রথম হকি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় স্পেন। এরপর ১৯৯৮ সালে হকি বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে রানার্স হয় স্পেন। বিশ্বকাপের মতো অলিম্পিক্সেও কোনওবার হকিতে সোনা জিততে পারেনি স্পেন। ১৯৮০, ১৯৯৬ ও ২০০৮ সালের অলিম্পিক্সে রুপো পায় স্পেন। ১৯৬০ সালের অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল স্পেন।

আরও পড়ুন-

কার রেসিংয়ের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত প্রখ্যাত রেসার, দেখুন রুদ্ধশ্বাস ভিডিও

আগামী মাসের দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের পরেই অবসর, ঘোষণা সানিয়া মির্জার

নতুন বছরে খোশমেজাজে পিভি সিন্ধু, ইনস্টাগ্রামে নাচের ভিডিও পোস্ট করলেন এই শাটলার