সংক্ষিপ্ত
ভারতে একাধিকবার এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস,ক্রিকেট ও হকি বিশ্বকাপ, পুরুষ ও মহিলাদের অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ হয়েছে। এবার এদেশে অলিম্পিক্সও হতে পারে।
২০২৩ সালে মুম্বইয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, অলিম্পিক্স আয়োজন করতে চায় ভারত। সেটি যে শুধু মুখের কথা নয়, তা বুঝিয়ে দিল কেন্দ্রীয় সরকার। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়ে দিলেন, ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের দাবি জানাতে চলেছে ভারত। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইওসি সেশনে স্পষ্ট জানিয়ে দেন, ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে ভারত। তার আগে ২০৩০ সালে ইয়ুথ অলিম্পিক্স আয়োজন করতে চাই আমরা। আমি যে এ কথা বলছি, তার কারণ আছে।’ ক্রীড়ামন্ত্রীর এই মন্তব্যে ক্রীড়ামহলে আশার আলো দেখা যাচ্ছে।
ভারতে অলিম্পিক্স আয়োজন করা যাবে, আশাবাদী ক্রীড়ামন্ত্রী
অলিম্পিক্স আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যেই ক্রীড়া পরিকাঠামোর উন্নতির উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের আর্থিক উন্নতি হচ্ছে। এখন ভারতের জনসংখ্যা ১৪০ কোটি। এর মধ্যে ৬৫ শতাংশ নাগরিকের বয়সই ৩৫ বছরের কম। এর ফলে এদেশে অলিম্পিক্স আয়োজন সুবিধাজনক বলেই মত ক্রীড়ামন্ত্রীর। তিনি বলেছেন, '২০৩৬ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি অনেক উন্নতি হয়ে যাবে। ক্রীড়া পরিকাঠামোরও উন্নতি হচ্ছে। অলিম্পিক্সে পদক তালিকায় সেরা ১০টি দেশের মধ্যে ভারতকে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। ২০৪৭ সালের মধ্যে অলিম্পিক্সে পদক তালিকায় প্রথম ৫টি দেশের মধ্যে থাকাই আমাদের লক্ষ্য।'
ক্রীড়া পরিকাঠামোর উন্নতিতে সচেষ্ট সরকার, জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী
ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, 'গত এক দশকে ক্রীড়া বাজেট ৩ গুণ বেড়ে গিয়েছে। ৩০০টি ক্রীড়া কেন্দ্র গড়ে তোলার জন্য ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। অ্যাথলিটদের কল্যাণের জন্য প্রকল্পের উপর জোর দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ ও অর্থের জোগানের জন্য যাতে অ্যাথলিটদের চিন্তা করতে না হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। ক্রীড়া বাজেট বৃদ্ধি করার পাশাপাশি খেলো ইন্ডিয়ার মতো প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। অলিম্পিক্সে পদক জেতার লক্ষ্যের উপর জোর দেওয়া হচ্ছে। এসবের ফলেই হাংঝাউ এশিয়ান গেমসে আমরা ১০৭টি পদক জিতেছি।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
2036 Summer Olympics: লক্ষ্য ২০৩৬ অলিম্পিক্স, আমেদাবাদে হচ্ছে নতুন ৫টি স্টেডিয়াম
Narendra Modi: ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন করতে চায় ভারত, ঘোষণা প্রধানমন্ত্রীর
ভারতের মাটিতে অলিম্পিক্স হওয়ার স্বপ্ন পূরণের পথে আরও একধাপ এগল ভারত