D Gukesh vs Magnus Carlsen: ভারতীয় দাবাড়ুদের অসাধারণ পারফরম্যান্সে চমকে গিয়েছে সারা বিশ্ব। দাবায় ভারতীয়দের দাপট অনেকেই মেনে নিতে পারছে না। ভারতীয় দাবাড়ুদের পারফরম্যান্সকে খাটো করে দেখানোর চেষ্টা শুরু হয়ে গিয়েছে।

Magnus Carlsen on D Gukesh: নরওয়ে চেসে (Norway Chess) ভারতীয় দাবাড়ু ডি গুকেশের (D Gukesh) কাছে হার মানতে পারছেন না ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)। নরওয়ের এই দাবাড়ু চ্যাম্পিয়ন হলেও, গুকেশের কাছে হারের জ্বালা ভুলতে পারছেন না। এই কারণে ভারতীয় দাবাড়ুকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন। সপ্তমবার নরওয়ে চেস চ্যাম্পিয়ন হওয়ার পর কার্লসেন বলেছেন, 'এই মুহূর্তে আমার ধারেকাছে কেউ নেই। কেউ আমার সঙ্গে পাল্লা দিতে পারছে না। আমার এ কথা বলতে কোনও দ্বিধা নেই। ভবিষ্যতে কেউ আমাকে ছাপিয়ে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে সেরকম কাউকে দেখছি না। এই টুর্নামেন্টে গুকেশ দেখিয়েছে যে ও ঠিক পথে চলছে। ও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। কিন্তু আমরা যেরকম ভেবেছিলাম, ও সেরকম পারফরম্যান্স দেখাতে পারছে না। ও এগিয়ে যেতে পারছে না। আমি ২০০৮ সালে যে জায়গায় ছিলাম, ও হয়তো সেই জায়গায় আছে। ২০০৯ সালে আমি যে উন্নতি করতে পেরেছিলাম, ও সেটা করতে পারবে কি না জানি না।'

গুকেশকে খাটো করে দেখানোর চেষ্টায় কার্লসেন

গুকেশ সম্পর্কে কার্লসেন আরও বলেছেন, ‘ও ভালো পারফরম্যান্স দেখাতে পারে। কিন্তু তারপরেও দেখতে পারে, অন্যরা অনেক এগিয়ে গিয়েছে। শুধু উপরের দিকে থাকার জন্য ভালো পারফরম্যান্স দেখালেই চলবে না, অন্যদের সঙ্গে লড়াই করার মতো দক্ষতাও থাকতে হবে। বাচ্চাদের মধ্যে সেই গুণ থাকবে বলেই আশা করা হয়।’ এই মন্তব্যের মাধ্যমে কার্লসেন বোঝানোর চেষ্টা করছেন, গুকেশের মধ্যে লড়াই করার মতো ক্ষমতা বা দাবার দুনিয়ায় দাপট দেখানোর মতো গুণ নেই।

ভারতীয় দাবাড়ুদের দাপট

গুকেশ ছাড়াও আর প্রজ্ঞানানন্দও (R Praggnanandhaa) দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। অর্জুন এরিগাইসিও (Arjun Erigaisi) ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। এই মুহূর্তে বিশ্বের সেরা ১০ জন দাবাড়ুর মধ্যে একাধিক ভারতীয় আছেন। এই কারণে হয়তো নিজের জায়গা হারানোর ভয় পাচ্ছেন কার্লসেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।