সংক্ষিপ্ত

ফিফা বিশ্বকাপে ফ্রান্সের কাছে মরক্কোর হার। প্রতিবাদে বেলজিয়ামের রাস্তায় আগুন। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে মরক্কোর সমর্থকরা।

 

আফ্রিকার কোনও দেশে হিসেবে ফিফা ওয়ার্ল্ড কাপের সেমি ফাইলে উঠেছিল মরক্কো। বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতে শুরু করেছিল সেই দেশের মানুষ। অন্যদিকে ফ্রান্স মরক্কোর সঙ্গে খেলতে নামায় প্রতিবেশী দেশ মরক্কোকে সমর্থন করেছিল। কারণ দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে মনোমালিন্য রয়েছে। যা বেলজিয়ামের অনেক মানুষকেও মরক্কোর সমর্থক করে দিয়েছিল। বুধবার ফ্রান্সের কাছে ০-২ গোলে হেরে যায় মরোক্ক। তারপরই রীতিমত ক্ষেঁফে ওঠে মরক্কোর সমর্থকরা। তাঁরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলের রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় মরোক্কর সমর্থকদের।

প্রায় ১০০ জন ভক্ত, মরক্কোর পাকাতা গায়ে জড়িয়ে ব্রাসেল সাউথ স্টেশনের কাছে বিক্ষোভ দেখাচ্ছিল। তাঁরা ফ্রান্সের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিল। ব্রাসেল সাউথ স্টেশনের কাছে উত্তেজনা ছড়াচ্ছিল। সেই সময় পুলিশ তাদের বাধা দিতে আসে। তাতেই ক্ষেপে যায় মরোক্কোর সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে আতশবাজি পাঠায়। পাথর ছুঁড়ে মারে। তারপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান ব্যবহার করে। পাল্টা মরক্কোর ভক্তরা পুলিশের দিকে ডাস্টবিন থেকে তুলে আনা আবর্জনার ছুঁড়তে থাকে। পাল্টা পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে।

 

 

এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজন মরক্কোর ভক্তকে গ্রেফতার করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সংঘর্ষ ছড়ানোর আগেই বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এই সংঘর্ষে কেউ আহত হয়নি। প্রাণহানির ঘটনাও ঘটেনি।

এজাতীয় বেশ কিছু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।ফ্রান্সের প্রতিবেশী দেশ বিলজিমারে রাস্তা থেকে ফ্রান্সের পোস্টার গুলি সরিয়ে দিচ্ছে। ফ্রান্সের বাসিন্দা প্রতিবাদ করতে মরক্কর সমর্থকরা প্রতিবাদ করছে। ব্রাসেল শহরে কেন্দ্র স্থলে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করা হয়।।

২০০২ সালের পরে ব্রাজিল টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফুলটবের ফাইনালে উঠেছিল। ব্রাজিলের পর ফ্রান্স সেই একই কৃতিত্ব অর্জন করে। ফ্রান্স বুধবার রাতে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে গিয়েছে। আগামী ১৮ ডিসেম্বর আর্জেন্টিনার সঙ্গে ফাইলান খেলবে। এই ম্যাচের পর মরক্কোর কোচ রেগরাগুই বলেছিলেন যে তার দল সেরাটা দিয়েছে। সেমিফাইনালে পরাজয় কাতার বিশ্বকাপে মরোক্কো যে ভাল খেলেছে তার কৃতিত্ব কেড়ে নিতে পারবে না। তিনি আরও বলেছেন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্ব জানতে পারল মরক্কোতেও ফুটবল প্রতিভা রয়েছে। মরোক্কো সেরাটা দিয়েছে বলেও দাবি করেছেন তিনি। যারা রাজিনি তা ওপর চড়াও বিক্ষোভকারীরা। বেশ কয়েকটি মিডিয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে খেলায় হেরে যাওয়ার পরই মরক্কোর সমর্থকরা বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি করেছে। তারা ভাঙচুর করতে শুরু করেছে।

আরও পড়ুনঃ

দিল্লিতে অ্যাসিড হামলায় গ্রেফতার তিন, প্রয়োজনীয় পদক্ষেপ করতে আর্জি রাসায়নির ব্যবসায়ীদের

'দীপিকা পোশাক ঠিক করুন...' পাঠান ছবির গান রিলিজের পরেই অভিনেত্রীর সঙ্গে শাহরুখকে হুঁশিয়ারি মন্ত্রীর

মরক্কোর স্বপ্নের দৌড় থামল, ২-০ গোলে জিতে ফের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স