সংক্ষিপ্ত

দীর্ঘ খরা খাটিয়ে টোকিও অলিম্পিক্সে পুরুষদের হকিতে পদক জেতে ভারত। এবার প্যারিস অলিম্পিক্সেও পদক জয়ই পি আর শ্রীজেশদের একমাত্র লক্ষ্য। তাঁরা এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত।

এবারের অলিম্পিক্সের পরেই পেশাদার হকি থেকে অবসর নিচ্ছেন ভারতের পুরুষ হকি দলের গোলকিপার পি আর শ্রীজেশ। তাঁকে সামনে রেখেই এবার পদক জয়ের জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল। ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং জানিয়েছেন, ‘প্যারিস ২০২৪ অবশ্যই বিশেষ টুর্নামেন্ট হতে চলেছে। আমরা কিংবদন্তি পি আর শ্রীজেশকে এই টুর্নামেন্ট উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। ও আমাদের সবার কাছে অনুপ্রেরণা। আমার এখনও মনে আছে, ২০১৬ সালে আমরা যখন জুনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়ন হই, তখন আমাদের মেন্টর হিসেবে ছিল শ্রীজেশ।সেই টুর্নামেন্টের মাধ্যমে আমরা অনেকেই আন্তর্জাতিক হকিতে কেরিয়ার শুরু করি। আমরা এবার শ্রীজেশের জন্য পদক জিততে চাই। আমরা সবাই ফের পোডিয়ামে দাঁড়ানোর ব্যপারে উৎসাহী।’

অলিম্পিক্সের আগেই অবসর ঘোষণা শ্রীজেশের

কিছুদিন আগে শ্রীজেশ ইঙ্গিত দিয়েছিলেন, তিনি প্যারিস অলিম্পিক্সের পরেও খেলা চালিয়ে যাবেন। কিন্তু এবারের অলিম্পিক্স শুরু হওয়ার ঠিক আগে ভারতের গোলকিপার জানিয়ে দিয়েছেন, অলিম্পিক্সের পরে তিনি আর জাতীয় দলের হয়ে খেলবেন না। কেরিয়ারের শেষ অলিম্পিক্সে ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতকে ফের পদক জেতানোই শ্রীজেশের লক্ষ্য। এবার তৃতীয় অলিম্পিক্সে খেলছেন হরমনপ্রীত। তিনি দীর্ঘদিন ধরে শ্রীজেশের সঙ্গে খেলছেন। এই কারণেই সতীর্থ অবসর ঘোষণা করায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন হরমনপ্রীত। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীজেশের জন্য বিশেষ বার্তা দিয়েছেন।

 

View post on Instagram
 

 

পদক জয়ের জন্য তৈরি ভারত

এবারের অলিম্পিক্সে ভারতের পুরুষ হকি দল অত্যন্ত শক্তিশালী। আত্মবিশ্বাসী হয়েই খেলতে নামছেন শ্রীজেশরা। শনিবার প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ জিতে অলিম্পিক্স ভালোভাবে শুরু করাই ভারতীয় দলের লক্ষ্য। শ্রীজেশকে সামনে রেখেই এবার পদক জয়ের লক্ষ্যে তৈরি হচ্ছে ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

PR Sreejesh: হকি কিট কেনার জন্য গরু বিক্রি করেছিলেন বাবা, অবসর ঘোষণার মুহূর্তে আবেগপ্রবণ শ্রীজেশ

PR Sreejesh: অনন্য সম্মান পেলেন পিআর শ্রীজেশ, পেলেন ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্য়াওয়ার্ড

মোদী-শ্রীজেশের 'আড্ডার' মজাদার মুহূর্ত, জানালেন ব্রোঞ্জ জয়ী গোলরক্ষক