সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের মঞ্চে, কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় হকি দল। পেনাল্টি শ্যুট আউটে গ্রেট ব্রিটেনকে পরাজিত করে সেমিফাইনালের ছাড়পত্র ছিনিয়ে নিয়েছেন শ্রীজেশরা। কিন্তু সেমিতে অমিত রোহিদাসকে ছাড়াই নামতে হবে টিম ইন্ডিয়াকে (India)।

প্যারিস অলিম্পিক্সের মঞ্চে (Paris Olympics 2024), কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় হকি দল। পেনাল্টি শ্যুট আউটে গ্রেট ব্রিটেনকে পরাজিত করে সেমিফাইনালের ছাড়পত্র ছিনিয়ে নিয়েছেন শ্রীজেশরা। কিন্তু সেমিতে অমিত রোহিদাসকে ছাড়াই নামতে হবে টিম ইন্ডিয়াকে (India)।

কার্যত, বড় ধাক্কা ভারতীয় হকি দলের (Indian Hockey Team) জন্য। কারণ, ডিফেন্ডার অমিত রোহিদাস ছিলেন এই টিমের অন্যতম বড় ভরসা। কিন্তু তাঁকে ছাড়াই সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইতে নামতে হবে ভারতকে।

ঘটনাটি ঘটে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম কোয়ার্টারে। ভারতের সহ অধিনায়ক অমিত রোহিদাসকে রেড কার্ড দেখিয়ে খেলা থেকে বের করে দেওয়া হয়। তবে পরে দেখা যায় যে, তাঁর স্টিক অনিচ্ছাকৃতভাবে লাগে গ্রেট ব্রিটেনের খেলোয়াড়ের গায়ে। ফলে, লাল কার্ড দেখায় আসন্ন সেমিতে নামতে পারবেন না অমিত।

যদিও রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই চ্যালেঞ্জ করেছে হকি ইন্ডিয়া। কিন্তু এফআইএইচ বিবৃতি দিয়ে জানিয়েছে, “অমিত রোহিতদাসকে এফআইএইচের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য এক ম্যাচ সাসপেন্ড করা হল। গত ৪ আগস্ট ভারত বনাম গ্রেট ব্রিটেনের ম্যাচের মধ্যে একটি ঘটনা ঘটে। যার ফলে আগামী ৩৫ নম্বর ম্যাচ, অর্থাৎ জার্মানির বিরুদ্ধে ভারতের সেমিফাইনালে অমিত রোহিদাস অংশগ্রহণ করতে পারবেন না। তাই ভারতকে ১৫ জনের স্কোয়াড নিয়ে খেলতে হবে এই ম্যাচ।”

এমনিতে হকি স্কোয়াডে ১৬ জন প্লেয়ার থাকে। কিন্তু অমিত রোহিদাসকে ব্যান করার ফলে, শেষচারের লড়াইতে ভারতকে নিজেদের স্কোয়াডে একজন প্লেয়ারকে কম নিয়েই মাঠে নামতে হবে। উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালের ম্যাচেও দীর্ঘ সময় দশজনে খেলেছিল গোটা দল। কিন্তু তাতেও সেই ম্যাচে জয় পায় ভারত।

তবে পেনাল্টি শ্যুট আউটের সময়ে আরেকটি বিতর্ক তৈরি হয়। সেই সময় আবার দেখা যায় যে, বিপক্ষের ওলি পেন আইপ্যাড ব্যবহার করছেন। ভারতের হয়ে সুখজিত সিং শট মারার আগে এই বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গে রেফারি খেলা থামিয়ে দেন এবং আইপ্যাডটিকে মাঠের বাইরে পাঠানোর ব্যবস্থা করেন।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।