সংক্ষিপ্ত

এ যেন স্বপ্নভঙ্গ। গোটা দেশবাসী তাকিয়ে ছিল তাঁর দিকে। কিন্তু পারলেন না তিনি। বলা ভালো ছিটকে গেলেন। ভিনেশ ফোগাট (Vinesh Phogat) আর নেই অলিম্পিক্সে।

এ যেন স্বপ্নভঙ্গ। গোটা দেশবাসী তাকিয়ে ছিল তাঁর দিকে। কিন্তু পারলেন না তিনি। বলা ভালো ছিটকে গেলেন। ভিনেশ ফোগাট (Vinesh Phogat) আর নেই অলিম্পিক্সে।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, ওজন পরিমাপের সময় দেখা যায় যে, ভিনেশ ফোগাটের ওজন অনেকটা বেড়ে গেছে। যা নির্ধারিত ওজনের থেকে অনেকটাই বেশি। আর এই নিয়ম লঙ্ঘন করার জন্যই কুস্তির ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা। সেইসঙ্গে, হাতছাড়া হল পদক।

জানা যাচ্ছে, ফাইনালে তো তিনি নামতেই পারবেন না। সেইসঙ্গে, রুপোও হাতছাড়া হচ্ছে ভিনেশের। তাই কেবল সোনা এবং ব্রোঞ্জ পদকই দেওয়া হবে কুস্তির ৫০ কেজির ফ্রিস্টাইল বিভাগে। অতএব, তাঁকে খালি হাতেই দেশে ফিরতে হবে।

সেইসঙ্গে, উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। হটাৎ কীভাবে বেড়ে গেল এতটা ওজন? আসলে ভিনেশ ফোগাটকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল গোটা দেশ। বুধবার রাতে আমেরিকার কুস্তিগীরের বিরুদ্ধে সোনার পদক জয়ের লড়াইতে নামার কথা ছিল তাঁর। কিন্তু হল না সেই স্বপ্নপূরণ।

নেমে এল বিপর্যয়। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় দল জানাচ্ছে যে, ভিনেশ ফোগাটকে মহিলাদের ৫০ কেজি বিভাগে কুস্তির ফাইনালে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। এদিন সকালে ওজন মাপার সময়ে দেখা যায় যে, ভিনেশের ওজন পঞ্চাশ কেজির থেকে বেশি হয়েছে। এর থেকে বেশি এই মুহূর্তে আর কিছু বলার নেই আমাদের।”

সবমিলিয়ে, অত্যন্ত খারাপ খবর ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য। ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে পৌঁছে গেছিলেন ফাইনালে। কিন্তু ভাগ্য সহায় হল না তাঁর। প্যারিস অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।