সংক্ষিপ্ত
প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ফের ইতিহাস ভারতের (India)। এবার কুস্তিতে নজির গড়লেন ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। পৌঁছে গেলেন সেমিফাইনালে।
প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ফের ইতিহাস ভারতের (India)। এবার কুস্তিতে নজির গড়লেন ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। পৌঁছে গেলেন সেমিফাইনালে।
প্রসঙ্গত, মঙ্গলবার প্রি-কোয়ার্টার ফাইনালের শেষ চার সেকেন্ডে দুরন্ত লড়াই করে ফিরে আসেন তিনি। সেই সুবাদেই টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী জাপানের প্রতিপক্ষ ইউ সুসাকিকে হারান ভিনেশ ফোগাট। সেইসঙ্গে, পৌঁছে যান কোয়ার্টার ফাইনালে।
সেখানেও বাজিমাৎ করলেন ভিনেশ। দাপটের সঙ্গেই হারালেন ইউক্রেনের প্রতিপক্ষও ওকসানা লিভাককে। আর এই জয়ের সুবাদে পৌঁছে গেলেন সোজা সেমিফাইনালে। বলা চলে, প্যারিস অলিম্পিক্সে কার্যত অঘটন ঘটালেন এই ভারতীয় তারকা। প্রথমে বিশ্বের এক নম্বর তথা গতবারের সোনাজয়ী ইউ সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজিত করেন তিনি।
একেবারে শেষমুহূর্তের একটি প্যাঁচেই বাজিমাৎ করেন ভিনেশ। গোটা সময় পিছিয়ে থাকলেও শেষে জয় হাসিল করেন তিনিই। ভিনেশ জেতেন ৩-২ পয়েন্টে। খেলায় কখনোই আত্মবিশ্বাস হারাননি ভিনেশ।
মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই যেন সব বদলে গেল। বিপক্ষের ক্ষণিকের ভুলের সুযোগ নিয়ে তাঁকেই ম্যাটের বাইরে বের করে দিয়ে এক পয়েন্ট নিশ্চিত করেন। সেইসঙ্গে, টেক ডাউন করে আরও দুই পয়েন্ট ঝুলিতে আনেন। শেষপর্যন্ত, ৩-২ পয়েন্টে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট।
সেখানেও তাঁকে বেশ সপ্রতিভ এবং আত্মবিশ্বাসী লাগে। সবথেকে বড় বিষয়, কোয়ার্টার ফাইনালে কার্যত দাপট দেখাতে শুরু করেন তিনি। বলা যেতে পারে, নিজের আধিপত্য বিস্তার করেই জয় হাসিল করেন ভিনেশ।
কোয়ার্টার ফাইনাল ম্যাচের একেবারে শুরুতেই ২ পয়েন্ট ছিনিয়ে নেন এই ভারতীয় মহিলা কুস্তিগীর। বিরতির পর আরও ২ পয়েন্ট নিশ্চিত করেন তিনি। তবে কামব্যাক করেন ইউক্রেনের প্রতিপক্ষ ওকসানা লিভাক। তিনিও ২ পয়েন্ট পেয়ে যান।
কিন্তু হাল ছাড়ার পাত্রী ছিলেন না ভিনেশ। ফের পাল্টা আক্রমণ শুরু করেন তিনি। কোয়ার্টার ফাইনালের শেষ ২০ সেকেন্ডে যেন ভিনেশ ম্যাজিক দেখা গেল। একবারে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়ে তিনি জয় নিশ্চিত করলেন ভারতের। ইউক্রেনকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন ভিনেশ ফোগাট।
মঙ্গলবার রাতে, সেমিতে তিনি মুখোমুখি হবেন কিউবার কুস্তিগীর ইউসনেলিস গুজমানের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।