সংক্ষিপ্ত

প্যারিস প্যারালিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতের প্যারা অ্যাথলিটরা। সিমরন শর্মাদের দুর্দান্ত লড়াইয়ের ফলে পদক তালিকায় ১৬ নম্বরে উঠে এসেছে ভারত।

প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ১০০ মিটার দৌড়ে পদক জিততে পারেননি। তবে সেই হতাশাজনক ফলে হতোদ্যম হয়ে পড়ার বদলে জেদ চেপে গিয়েছিল। মহিলাদের ২০০ মিটার দৌড়ে পদক জিতেই ছাড়লেন সিমরন শর্মা। কেরিয়ারের সেরা পারফরম্যান্স দেখিয়ে মহিলাদের ২০০ মিটার টি ১২ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন এই দৃষ্টিহীন প্যারা অ্যাথলিট। অভয় সিংয়ের সঙ্গে জুটি বেঁধে পদক জিতলেন সিমরন। তিনি ২৪.৭৫ সেকেন্ডে দৌড় শেষ করেন। দৌড়ের শুরুতে কিছুটা মন্থর ছিলেন সিমরন। তবে ১০ সেকেন্ড দৌড়নোর পরেই ছন্দ ফিরে পান এই প্যারা অ্যাথলিট। ইরানের হাগার সফরজাদেহ গাহদেরজিয়ানিকে পিছনে ফেলে দেন সিমরন। তাঁর লড়াই স্মরণীয় হয়ে থাকবে। এ বছরই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন এই প্যারা অ্যাথলিট। ফলে তিনি প্যারালিম্পিক্সেও জোড়া সোনা জিতবেন বলে আশায় ছিল সারা দেশ। সেই প্রত্যাশা পূরণ না হলেও, অন্তত ব্রোঞ্জ জিতে মানরক্ষা করলেন সিমরন।

কিউবার কিংবদন্তির নতুন রেকর্ড

প্যারালিম্পিক্সে ১১-তম সোনা জিতলেন কিউবার কিংবদন্তি প্যারা অ্যাথলিট ওমারা ডুরান্ড। তিনি মহিলাদের ২০০ মিটার টি ১২ ইভেন্টে ২৩.৬২ সেকেন্ড সময় করে সোনা জিতলেন। এটাই ডুরান্ডের কেরিয়ারের সেরা পারফরম্যান্স। এবারের প্যারালিম্পিক্সে মহিলাদের ১০০ মিটার ও ৪০০ মিটার দৌড়েও সোনা জিতেছেন কিউবার কিংবদন্তি। তিনি সর্বকালের সফলতম প্যারা অ্যাথলিট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মহিলাদের ২০০ মিটার টি ১২ ইভেন্টে রুপো জিতেছেন ভেনেজুয়েলার আলেজান্দ্রা পাওলা। তিনি ২৪.১৯ সেকেন্ড সময় করেন।

 

 

প্যারালিম্পিক্সে ২৯ পদক ভারতের

প্যারিস প্যারালিম্পিক্সে ৭ সোনা, ৯ রুপো ও ১৩ ব্রোঞ্জ পেল ভারত। মোট পদক সংখ্যা ২৯। টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা ছিল ১৯। এবার তার চেয়ে বেশি পদকই জিতল ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারালিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে রেকর্ড গড়ে সোনা, ইতিহাসে নবদীপ

প্যারালিম্পিক্সে জুডোয় প্রথম পদক, প্যারিসে ইতিহাস গড়লেন কপিল পারমার

প্যারালিম্পিক্সে ক্লাব থ্রো ইভেন্টে সোনা ধরমবীরের, রুপো প্রণব সুরমার