Fear of flying: বিমানে চড়তে ভয় এই ক্রীড়াবিদদের, তালিকায় বিখ্যাত ফুটবলার
Plane Crash: সারা বিশ্বে এমন অনেক মানুষ আছেন, যাঁরা বিমানে চড়তে ভয় পান। এই তালিকায় অনেক বিখ্যাত ক্রীড়াবিদও আছেন। আমেদাবাদে বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর আরও অনেকেই বিমানে চড়তে ভয় পাচ্ছেন।

আমেদাবাদে বিমান দুর্ঘটনার পর উড়ান নিয়ে অনেকের মধ্যেই ভীতি তৈরি হয়েছে
আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় সবমিলিয়ে ২৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর অনেকেই বিমানে যাত্রা করতে ভয় পাচ্ছেন।
সারা বিশ্বে বহু মানুষ বিমানে যাত্রা করতে ভয় পান, তালিকায় আছেন বিখ্যাত ব্যক্তিরাও
শুধু ভারতেই নয়, আরও অনেক দেশেই বিমান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ গিয়েছে। ফলে অসংখ্য মানুষ বিমানে যাত্রা করতে ভয় পান। তাঁদের মধ্যে ক্রীড়াবিদরাও আছেন।
৬ বছর আগে বিমান দুর্ঘটনায় আর্জেন্টিনার ফুটবলার এমিলিয়ানো সালার মৃত্যুর পর ক্রীড়াবিদদের মধ্যে আতঙ্ক বেড়েছে
২০১৯ সালের ২১ জানুয়ারি ইংলিশ চ্যানেলের উপর বিমান দুর্ঘটনায় প্রাণ হারান আর্জেন্টিনার স্ট্রাইকার এমিলিয়ানো সালা। এই দুর্ঘটনার পর থেকে সারা বিশ্বের বহু ক্রীড়াবিদ বিমানে চড়তে ভয় পাচ্ছেন।
নয়ের দশকের বিখ্যাত ফুটবলার ডেনিস বার্গক্যাম্প বিমানে চড়তে ভয় পেতেন
নেদারল্যান্ডসের প্রাক্তন ফুটবলার ডেনিস বার্গক্যাম্প বিমানে চড়তে চাইতেন না। ইউরোপের কোনও শহরে ম্যাচ থাকলে তিনি বাবার সঙ্গে গাড়িতে যেতেন। অন্য মহাদেশে ম্যাচ থাকলে যেতেন না।
১৯৯৪ সালে বিশ্বকাপের সময়ের এক ঘটনা থেকেই বার্গক্যাম্পের বিমান-ভীতি হয়
১৯৯৪ সালে বিশ্বকাপের সময় বিমানে ভুয়ো বোমাতঙ্কের পর থেকেই বিমানে চড়তে ভয় পেতেন ডেনিস বার্গক্যাম্প। তিনি এই ভীতি দূর করতে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্যও নিয়েছিলেন।
বিমানে চড়ায় ভীতির জন্য কেরিয়ারে বেশিদূর এগোতে পারেননি জার্মানির এক গল্ফার
২০০৬ সালে বিমানে যাত্রা করার সময় খারাপ আবহাওয়ার কারণে সমস্যায় পড়তে হয়েছিল। সেই ঘটনার পর থেকে বিমানে চড়তে ভয় পেতেন জার্মানির গল্ফার ফ্লোরিয়ান ফ্রিৎস। এই কারণে তিনি বেশিরভাগ টুর্নামেন্টে যোগ দিতে যেতে পারেননি।
মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা ক্রীড়াবিদ জেমস হ্যারিসনও বিমানে চড়তে ভয় পান
আমেরিকান ফুটবলের তারকা জেমস হ্যারিসনও জানিয়েছেন, তিনি বিমানে চড়তে ভয় পান।
মার্কিন যুক্তরাষ্ট্রের আরও অনেক তারকাই বিমানে চড়তে ভীতির কথা জানিয়েছেন
মেজর লিগ বাস্কেটবলের তারকা ডাস্টিন পেড্রিওয়া, ন্যাশনাল হকি লিগের তারকা ওয়েন গ্রেৎজকিও বিমানে চড়তে ভয় পান।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৬.৫ শতাংশ নাগরিক বিমানে চড়তে ভয় পান, বলছে সমীক্ষা
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এক সমীক্ষায় জানিয়েছে, সে দেশের ৬.৫ শতাংশ নাগরিক বিমানে চড়তে ভয় পান।
অন্য যে কোনও কারণের চেয়ে বিমান দুর্ঘটনায় মৃত্যুর হার বিশ্বে সবচেয়ে কম, বলছে সমীক্ষা
পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে ১ কোটি ১০ লক্ষ মানুষের মধ্যে একজনের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়। এর চেয়ে বজ্রপাতে, জলে ডুবে, বিছানা থেকে পড়ে অনেক বেশি মানুষের মৃত্যু হয়।

