Neeraj Chopra: ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার (India-Pakistan Tension) আবহে টেরিটোরিয়াল আর্মিতে (Territorial Army) সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদ পেলেন ভারতের সর্বকালের অন্যতম সফল অ্যাথলিট নীরজ চোপড়া।
Lieutenant Colonel Neeraj Chopra: অলিম্পিক্সে (Olympics) দুইবারের পদকপ্রাপ্ত অ্যাথলিট নীরজ চোপড়াকে (Neeraj Chopra) টেরিটোরিয়াল আর্মিতে (Territorial Army) সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের (Honorary Rank of Lieutenant Colonel) পদ দেওয়া হল। বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ১৬ এপ্রিল থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘৯ মে ২০২৫ তারিখের ৩ (ই) নম্বর টেরিটোরিয়াল আর্মি রেগুলেশন, ১৯৪৮ এর ধারা ৩১ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, রাষ্ট্রপতি প্রাক্তন সাব মেজর নীরজ চোপড়াকে, পিভিএসএম, পদ্মশ্রী, ভিএসএম, গ্রাম ও পোস্ট অফিস খান্দ্রা, পানিপথ, হরিয়ানা, ১৬ এপ্রিল, ২০২৫ থেকে টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেলের সম্মানসূচক পদ প্রদান করেছেন।’
দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত নীরজ
উল্লেখযোগ্যভাবে, নীরজ এর আগে ২৬ আগস্ট, ২০১৬ তারিখে ভারতীয় সেনাবাহিনীতে নায়েব সুবেদার পদে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে যোগদান করেছিলেন। টোকিও অলিম্পিক্সে পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের ২২ মাস পর জানুয়ারি মাসে তাঁকে ৪ রাজপুতানা রাইফেলস কর্তৃক পরম বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। ২০২২ সালে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নীরজকে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী খেতাব প্রদান করা হয়।
দোহা ডায়মন্ড লিগের প্রস্তুতিতে ব্যস্ত নীরজ
বিশ্বের অন্যতম সেরা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ শুক্রবার দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League) লড়াই করবেন। এরপর তিনি ২৩ মে পোল্যান্ডের চোরজোতে ৭১-তম জানুস কুসোসিনস্কি মেমোরিয়াল, একটি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর (সিলভার লেভেল) মিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নীরজ ২৪ জুন চেক প্রজাতন্ত্রের শহর ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক ২০২৫ অ্যাথলেটিক্স মিটেও অংশগ্রহণ করবেন। চোটের কারণে গত দু'টি আসর থেকে ছিটকে যাওয়ার পর এবার চোটমুক্ত থেকে এই টুর্নামেন্টে ভালো ফলের আশায় নীরজ। তিনি ২৪ মে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নীরজ চোপড়া ক্লাসিকের উদ্বোধনী সংস্করণের প্রধান মুখ হতে চলেছিলেন। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে এই টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


