World Rapid and Blitz team championship: বেশ কিছুদিন ধরেই প্রতিযোগিতার বাইরে ভারতীয় দাবার ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। তবে তিনি এবার র‍্যাপিড দাবার মাধ্যমে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন।

Return of Viswanathan Anand: ৬৪ খোপের লড়াইয়ে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন দাবায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। ওয়ার্ল্ড র‍্যাপিড অ্যান্ড ব্লিৎজ টিম চেস চ্যাম্পিয়নশিপে (World Rapid and Blitz team chess championship) ফ্রিডম টিমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই অভিজ্ঞ দাবাড়ু। ফিডে সিইও এমিল সাৎভস্লি (FIDE CEO Emil Sutovsly)। এই দলে একমাত্র ভারতীয় হিসেবে আছেন আনন্দ। তবে এই টুর্নামেন্টে ফেভারিট হল ডব্লু আর চেস টিম (WR Chess team)। এই দলে আছেন রাশিয়ার দাবাড়ু ইয়ান নেপোমনিয়াচৎচি। এই টুর্নামেন্টে খেলছেন না এখন বিশ্বের সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen)। তিনি ফিডে ইভেন্টে যোগ দিতে অস্বীকার করেছেন। ভারতীয়দের মধ্যে আনন্দের পাশাপাশি লড়াই করছেন অর্জুন এরিগাইসি (Arjun Erigaisi) ও পি হরিকৃষ্ণ (P Harikrishna)। এছাড়া বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন ভি প্রণবও এই প্রতিযোগিতায় লড়াই করবেন। তাঁর সঙ্গে আছেন লুক লিয়ন মেনডনকা।

ভারতীয় দাবাড়ুদের উত্থান

সম্প্রতি বেশ কয়েকজন ভারতীয় দাবাড়ু সর্বোচ্চ পর্যায়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ডি গুকেশ (D Gukesh), অর্জুন, আর প্রজ্ঞানানন্দ (R Praggnanandhaa), অরবিন্দ চিথাম্বারমের (Aravindh Chithambaram) পাশাপাশি ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন প্রণব। তাঁকে ভারতীয় দাবার ভবিষ্যৎ হিসেবে দেখা হচ্ছে। র‍্যাপিড দাবা প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন নিহাল সারিন (Nihal Sarin)। তিনি পঞ্চম বাছাই আশদদ এলিট চেস ক্লাবের (Ashdod elite chess club) হয়ে লড়াই করবেন। অর্জুনের মতোই আনন্দ ও নিহাল শীর্ষবাছাই হিসেবে টপ বোর্ডে খেলবেন। তবে কার্লসেনের পাশাপাশি গুকেশও এই প্রতিযোগিতায় যোগ না দেওয়ায় আকর্ষণ কিছুটা কমে গিয়েছে। ডব্লু আর চেস টিমে আছেন নেপোমনিয়াচৎচি, ফিরোজিয়া আলিরেজা, ম্যাক্সিম ভ্যাশিয়ের-ল্যাগরেভ, হিরাকু নাকামুরা, আলেকজান্দ্রা কসতেনুইক ও ওয়েসলি সো। এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতি রাউন্ডে একজন করে মহিলা দাবাড়ু এবং ফিডে রেটিং তালিকায় ২২০০-এর কম রেটিং পাওয়া একজন দাবাড়ু থাকবেন।

র‍্যাপিড দাবাকে আকর্ষণীয় করে তোলার উদ্যোগ

র‍্যাপিড দাবা প্রতিযোগিতা যাতে আকর্ষণীয় হয়ে ওঠে, তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য যে কোনও টিম ইভেন্টের চেয়ে এই প্রতিযোগিতাকে আকর্ষণীয় করে তোলা হচ্ছে। প্রতি বিভাগের বিজয়ীরা যথাক্রমে ১,১০,০০০ ও ৭৫,০০০ মার্কিন ডলার করে পাবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।