সংক্ষিপ্ত
টোকিও অলিম্পিক্সে বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে পৌছলেন সতীশ কুমার। প্রি কোয়ার্টার ফাইনালে হারালেন জামাইকার রিকার্ডো ব্রাউনকে। পরের ম্যাচে সতীশের প্রতিপক্ষ উজবেকিস্তানের বাখোদির জালোলভ।
একাধিক বিভাগে ব্যর্থতা ও স্বপ্নভঙ্গের যন্ত্রণার মধ্যেই টোকিও অলিম্পিকে কয়েকটি বিভাগ পদক জয়ের আশা জাগাচ্ছে। তার মধ্যে অন্যতম হল বক্সিং। এর আগে মহিলা বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে পৌছে পদক জয়ের আশা উজ্জ্বল করেছে লভলিনা বরগোহাঁই ওপুজা রানি। এবার পুরুষদের বক্সিংয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জিতে কোয়ার্টার ফাইনালে পৌছলেন সতীশ কুমার। এই জয়ের ফলে আর একটি বাউট জিততে পারলেই পদক জয় নিশ্চিৎ হয়ে যাবে সতীশের।
আরও পড়ুনঃহকিতে শেষ আটে ভারত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারাল ৩-১ গোলে
ছেলেদের সুপার হেভিওয়েট (৯১+ কেজি) বিভাগে এদিন ভারতের সতীশ কুমারের প্রতিপক্ষ ছিলেন জামাইকার রিকার্ডো ব্রাউনকে। প্রি কোয়ার্টার ফাইনালে স্প্লিট ডিসিশনে ৪-১ ব্যবধানে জামাইকার প্রতিপক্ষকে হারালেন সতীশ। খেলার প্রথম রাউন্ডে পাঁচ জন বিচারককেই সন্তুষ্ট করেন সতীশ। স্কোর ১০-৯, ১০-৯, ১০-৯, ১০-৯, ১০-৮। দ্বিতীয় রাউন্ডে ৪ জন বিচারক মত দেন ভারতীয় বক্সারের পক্ষে। এক জন ছিলেন জামাইকার রিকার্ডো ব্রাউনের পক্ষ। দ্বিতীয় রাউন্ডে বিচারকদের স্কোর ১০-৯, ১০-৯, ৯-১০, ১০-৯, ১০-৯।
আরও পড়ুনঃফের ভারতীয় দলের জার্সিতে মহেন্দ্র সিং ধোনি, তবে কি অবসর ভেঙে ফিরছেন ২২ গজে
প্রথম দুই রাউন্ডে জয় পেয়ে সতীশের ম্যাচ জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। তৃতীয় রাউন্ডেও নিজের পরিকল্পনা মাফিক খেলে চার জন বিচারকের মত নিজের পক্ষে রাখেন সতীশ। ফল ১০-৯, ১০-৯, ৯-১০, ১০-৯, ১০-৯। তিনটি রাউন্ড পরপর জিতে ম্য়াচ জয়ের পাশাপাশি কোয়ার্টার ফাইনালে পৌছে গেলেন ভারতীয় বক্সার। শেষ আটের লড়াইয়ে তার প্রতিপক্ষ সতীশ রিংয়ে নামবেন উজবেকিস্তানের বাখোদির জালোলভের বিরুদ্ধে। পদক জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় বক্সার।