সংক্ষিপ্ত
উত্তরপ্রদেশের বরেলিতে এক চাঞ্চল্যকর ঘটনায়, ৩৮ বছর বয়সি এক কৃষক লোকেশ গাঙ্গোয়ারের নৃশংস হত্যার অভিযোগে শনিবার দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরপ্রদেশের বরেলিতে চাঞ্চল্যকর ঘটনা। ৩৮ বছর বয়সি এক কৃষক লোকেশ গাঙ্গোয়ারের নৃশংস হত্যার অভিযোগে শনিবার দুই কিশোরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বয়স ১৬ ও ১৭ বছর। তদন্তকারী জানিয়েছেন, নিহত ব্যক্তির সঙ্গে এক অভিযুক্ত কিশোরের মায়ের সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,, ১৬ বছর বয়সি এক কিশোরের মা লোকেশের সঙ্গে থাকতে শুরু করলে সে ক্ষুব্ধ হয়ে ওঠে। পরিবারের সম্মান রক্ষার্থে সে তার ১৭ বছর বয়সি খুড়তুতো ভাইয়ের সঙ্গে মিলে এই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। পুলিশ সুপার (শহর) মনুষ পারিক জানিয়েছেন, ‘লোকেশকে একটি ক্ষেতে মৃত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়। মহিলার নাবালক ছেলে এবং তার খুড়তুতো ভাই এই সম্পর্ক নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ ছিল এবং প্রতিশোধ নেয়। তারা লোকেশকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে।’
খুনের অভিযোগ স্বীকার ধৃতদের
পুুলিশ সূত্রে জানা গিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত বেল্ট এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। লোকেশের মোবাইল ফোন এবং স্যান্ডেল-সহ খুনের ঘটনার যুক্ত বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, ‘অভিযুক্তরা পরে খুনের কথা স্বীকার করেছে। আমরা অপরাধের ঘটনায় ব্যবহৃত বেল্ট এবং বাইক উদ্ধার করেছি। লোকেশের ফোন এবং তাঁর জোড়া স্যান্ডেলও ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা এবং প্রমাণ লুকানোর অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের সংশোধনাগারে পাঠানো হয়েছে।’
গত মঙ্গলবার সন্ধেবেলা খুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২১ জানুয়ারি সন্ধেবেলা এই ভয়াবহ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোররা দিল্লি হাইওয়ের কাছে লোকেশকে খুঁজতে মোটরসাইকেলে বের হয়। তারা লোকেশকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরতে দেখে। অভিযুক্ত এক কিশোর লোকেশকে তার মায়ের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে। লোকেশ যখন বলে, ওই কিশোরে মা মহেশপুরে আছেন। তখন তারা লোকেশকে মোটরসাইকেলে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। লোকেশ উঠে পড়ে। এরপর দুই কিশোর লোকেশকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে এবং তাঁর মৃতদেহ একটি খেতে ফেলে রাখে। পরের দিন সকালে মৃতদেহ উদ্ধার করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে জানা যায়, ২০২১ সালে লোকেশের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল এবং তিনি জামিনে ছিলেন। এই সময়কালে তিনি অভিযুক্ত কিশোরের মায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
খুনি মা! ছেলের দুষ্টুমিতে অতিষ্ট হয়ে শ্বাসরোধ করে খুন করে থানায় গেল মা
বাহরাইচে হিন্দু যুবককে নৃশংস খুনে দুই মূল অভিযুক্তকে এনকাউন্টার! ভাইরাল হল সেই ভিডিও
বেঙ্গালুরু খুনে বিস্ফোরক খবর! মহালক্ষ্মীকে ৫০ টুকরো করে কাটা যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার