- Home
- Technology
- Wikipedia Elon Musk: এবার উইকিপিডিয়ার মতোই আসছে গ্রোকিপিডিয়া? মাস্ককে ধুয়ে দিচ্ছে নেটিজেনরা!
Wikipedia Elon Musk: এবার উইকিপিডিয়ার মতোই আসছে গ্রোকিপিডিয়া? মাস্ককে ধুয়ে দিচ্ছে নেটিজেনরা!
Wikipedia Elon Musk: xAI কোম্পানি উইকিপিডিয়ার প্রতিযোগী হিসেবে 'গ্রোকিপিডিয়া' নামক একটি AI ওয়েবসাইট চালু করতে চলেছে। এটি দেখতে উইকিপিডিয়ার মতো হলেও, অনেক প্রবন্ধ সেখান থেকে নকল করা হয়েছে বলে অভিযোগ।
13

Image Credit : গ্রোকিপিডিয়া
গ্রোকিপিডিয়া আসলে কী?
ইলন মাস্কের AI কোম্পানি xAI, উইকিপিডিয়ার প্রতিযোগী হিসেবে 'গ্রোকিপিডিয়া' চালু করেছে। এটির ইউজার ইন্টারফেস উইকিপিডিয়ার মতোই এবং এতে প্রায় ৮,৮৫,২৭৯টি প্রবন্ধ রয়েছে।
23
Image Credit : এক্স টুইটার
নকল করা প্রবন্ধ
অনেক গ্রোকিপিডিয়া প্রবন্ধ উইকিপিডিয়া থেকে সরাসরি নকল করা হয়েছে বলে 'দ্য ভার্জ' জানিয়েছে। প্রবন্ধের নিচে 'উইকিপিডিয়া থেকে প্রাপ্ত' এমন ঘোষণাও রয়েছে।
33
Image Credit : গেটি
‘একমাত্র লক্ষ্য সত্য’
সংস্থা জানিয়েছে যে, গ্রোক এবং গ্রোকিপিডিয়ার লক্ষ্য হল সম্পূর্ণ সত্য তুলে ধরা। এটি ওপেন সোর্স এবং বিনামূল্যে ব্যবহার করা যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos

