ইনস্টাগ্রাম রিলস দেখার সময় বারবার সোয়াইপ করতে করতে হাত ব্যথা হয়ে যায়। পরের রিলস দেখতে আবার সোয়াইপ। কিন্তু এবার ইনস্টাগ্রাম নিয়ে আসছে নতুন ফিচার। আরাম করে শুয়ে শুয়ে দেখুন সব রিলস।

নয়াদিল্লি (জুলাই ১৮): সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং প্ল্যাটফর্মগুলি গ্রাহকদের চাহিদা অনুযায়ী নানা ধরনের আপডেট ও নতুন ফিচার নিয়ে আসে। বর্তমানে রিলস-এর জমানা। রিলস আপলোড যত বেশি হচ্ছে, তার চেয়ে বেশি হারে বাড়ছে রিলস দেখার সংখ্যা। প্রতিটি রিলস দেখতে গেলেই সোয়াইপ করতে হয়। কেবল সোয়াইপ করলেই পরের রিলস দেখা যায়। এবার ইনস্টাগ্রাম নিয়ে আসছে নতুন অটো স্ক্রল ফিচার।

অটো স্ক্রল ফিচারে রিলস দেখা আরও সহজ

রিলস দেখতে দেখতে কখন সময় কেটে যায় টের পাওয়া যায় না। এক-দুই রিলস দেখতে গিয়ে শত শত রিলস দেখার নজিরও কম নয়। কিন্তু ইনস্টাগ্রামে যতগুলি রিলস দেখবেন, ততবার সোয়াইপ করতে হবে। কিন্তু ইনস্টাগ্রাম শীঘ্রই অটো স্ক্রল ফিচার চালু করতে চলেছে। এই অপশনটি ক্লিক করলেই আর বারবার সোয়াইপ করার প্রয়োজন হবে না। একটি রিলস প্লে হওয়ার পরেই আপনাআপনি পরের রিলস প্লে হবে। এর ফলে দর্শকদের মোবাইল হাতে ধরে রাখতে হবে না। বিছানায় বা টেবিলে, যেখানেই রাখুন, আরাম করে দেখুন রিলস।

থামানো পর্যন্ত চলবে রিলস

অটো স্ক্রল অপশনে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা কোনও ঝামেলা ছাড়াই, কোনও পরিশ্রম ছাড়াই রিলস দেখতে পারবেন। অটো স্ক্রল অপশনটি ক্লিক করলেই, থামানো বা অ্যাপ বন্ধ না করা পর্যন্ত রিলস চলতেই থাকবে।

পরীক্ষামূলক পর্যায়ে ইনস্টা অটো স্ক্রল ফিচার

বর্তমানে পাইলট প্রকল্পের আওতায় এই ফিচারটির পরীক্ষা চলছে। ব্যবহারকারীরা শীঘ্রই এই নতুন অটো স্ক্রল ফিচারটি পেয়ে যাবেন। গত কয়েক মাস ধরে ইনস্টাগ্রাম অটো স্ক্রল ফিচারের পরীক্ষা চালাচ্ছে।

থার্ড পার্টি অটো স্ক্রল অ্যাপ

বর্তমানে ইনস্টাগ্রামে অটো স্ক্রল ফিচার নেই। পরীক্ষামূলক পরীক্ষা চলছে। তবে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপ পাওয়া যায়। এই অ্যাপগুলি ইনস্টাগ্রাম, ফেসবুক সহ আরও অনেক অ্যাপের রিলস অটো মোডে পরিবর্তন করে। থার্ড পার্টি অটো স্ক্রল অ্যাপ ডাউনলোড করে নির্দেশিকা অনুসরণ করতে হবে। শর্তাবলীতে সম্মতি দিয়ে ইনস্টল করলে সোয়াইপ না করেই রিলস দেখা যাবে। তবে এই থার্ড পার্টি অ্যাপের সুরক্ষা এবং আপনার ডেটা নিয়ে সতর্ক থাকুন।

View post on Instagram