সংক্ষিপ্ত

স্থানীয় সময় অনুসারে সোমবার একটি একটি আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই আদেশের মাধ্যমে, ইউক্রেনের তথাকথিত ডিপিআর (দোনেৎস্ক ) এবং এলপিআর (লুগানস্ক) অঞ্চলে আমেরিকান নাগরিকদের বিনিয়োগ এবং বাণিজ্য সীমাবদ্ধ করা হয়েছে।

পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞার হুঁশিয়ারিকে তোয়াক্কা  না করেই চরম উত্তেজনার মাঝেই পূর্ব ইউক্রেনের (Ukraine) দুটি বিচ্ছিন্নতাবাদী এলাকাকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সোমবার সরকারি সংবাদমাধ্যমে আবেগ মেশানো বার্তায় পুতিন বলেন, ‘আমার বিশ্বাস যে ডোনেত্‍সক গণপ্রজাতন্ত্রী এবং লুহানৎসক গণপ্রজাতন্ত্রীর স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন আছে। যে সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে ঝুলে ছিল।' এরপরই ক্রেমলিনে বসে ডোনেত্‍সক এবং লুহানৎসকের ‘বিদ্রোহী’ নেতাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বের চুক্তি স্বাক্ষর করতে দেখা গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টকে। আর এই ঘটনার পর থেকেই তৎপর হয়ে উঠেছে আমেরিকা। তারপরই ডোনেত্‍সক ও লুহানৎসকের উপরে নিষেধাজ্ঞা জারি করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। 

স্থানীয় সময় অনুসারে সোমবার একটি একটি আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই আদেশের মাধ্যমে, ইউক্রেনের তথাকথিত ডিপিআর (দোনেৎস্ক ) এবং এলপিআর (লুগানস্ক) অঞ্চলে আমেরিকান নাগরিকদের বিনিয়োগ এবং বাণিজ্য সীমাবদ্ধ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ওই দুই অঞ্চলে যেকোনো ধরনের পুঁজি বিনিয়োগ, ব্যবসা বা অন্য কোনো ধরনের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তার এ সংক্রান্ত নির্দেশে বলা হয়েছে, যে কেউ এই নির্দেশ লঙ্ঘন করবে তাকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। বাইডেনের তরফে একটি টুইট করা হয়। সেখানে জানানো হয়েছে, "আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাশিয়া যে লাভ করতে চাইছে আমি তার বিরোধিতায় একটি নির্দেশিকায় স্বাক্ষর করছি। পরবর্তী পদক্ষেপ হিসেবে বন্ধু দেশগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।"

 

 

আরও পড়ুন- পুতিনের আমন্ত্রণ গ্রহণ পাক প্রধানমন্ত্রীর, মস্কো সফরে যাচ্ছেন ইমরান খান

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের ডিএনআর এবং এলএনআর অঞ্চলে আমেরিকার নতুন বিনিয়োগ, ব্যবসা কিংবা আর্থিক কর্মকাণ্ডের ওপরে নিষেধাজ্ঞা জারি করবেন। সাকি আরও বলেছেন ওই নির্দেশিকার জেরে ইউক্রেনের ওই অঞ্চলগুলিতে আমেরিকার কোনও ব্যক্তির কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করবে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি আরও বলেছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পশ্চিমী দুনিয়া যে নিষেধাজ্ঞা বলবত করবে তার থেকে আলাদা।

আরও পড়ুন-ইউক্রেনের ছোঁড়া শেলে বিধ্বস্ত রাশিয়ার সীমান্তের রণসজ্জা, বলল মস্কো

 

 

এদিকে, আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিমী দেশগুলি বারবার হুঁশিয়ার করেছিল রাশিয়াকে। কিন্তু, সেই বিষয়কে গুরুত্ব দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকালই ইউক্রেনে বিচ্ছিনতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ডোনেত্‍সক ও লুহানৎসকে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। আর এরপরই ডোনেত্‍সকের সড়কে দেখা মিলল ট্যাঙ্কের। সংবাদ সংস্থার তরফ দাবি করা হয়েছে, অন্তত সাতটি ট্যাঙ্ক দেখেছেন ডোনেত্‍সকে। যদিও এই ট্যাঙ্ক কোন দেশের বা কোন পক্ষের, তা জানা যায়নি। রিপোর্ট অনুযায়ী, এই ট্যাঙ্কগুলির গায়ে কোনও লোগো ছিল না যা থেকে বোঝা যাবে যে এগুলি ইউক্রেন সেনার নাকি রাশিয়ার নাকি বিচ্ছিনতাবাদীদের। যদিও রাশিয়ার এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন তিনি। পাশাপাশি কোনও আঞ্চলিক ছাড় দেওয়ার কথা অস্বীকার করেছেন। 

আরও পড়ুন-রাশিয়া-ইউক্রেন সংকট কাটাতে যু্দ্ধের মাঠে ফ্রান্স, বৈঠকে বসতে রাজি বাইডেন পুতিন