মকর সংক্রান্তির পুণ্যস্নান, বারাণসীর গঙ্গায় স্নানের ঢল

মকর সংক্রান্ত বারাণসীর গঙ্গায় পুণ্যস্নানের ঢল পূণ্যার্থীদের। সকাল থেকেই গঙ্গায় নেমেছে স্নানের ঢল। গঙ্গাস্নান সেরে চলছে সূর্যের আরাধনা। এদিন থেকেই শুরু হয় সূর্যের উত্তরায়ণ। 

Share this Video

মকর সংক্রান্ত বারাণসীর গঙ্গায় পূণ্যস্নানের ঢল পূণ্যার্থীদের। সকাল থেকেই গঙ্গায় নেমেছে স্নানের ঢল। গঙ্গাস্নান সেরে চলছে সূর্যের আরাধনা। এদিন থেকেই শুরু হয় সূর্যের উত্তরায়ণ। 

বারাণসীর পাশাপাশি গঙ্গাসাগর, কলকাতা , হরিদ্বার, প্রয়াগ সহ গঙ্গা তীরবর্তী সর্বত্রই চলছে পূণ্যস্নান। পুরাণ অনুসারে এই দিনে গঙ্গায় ডুব দিলে হয় পুণ্য লাভ। 

Related Video