'একবার বিদায় দে মা ঘুরে আসি'- সিবিআই প্রসঙ্গে অনুব্রতকে কটাক্ষ সুকান্তর

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের দুর্নীতি নিয়ে কটাক্ষ করেন

Share this Video

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন | তৃণমূলের নেতাদের এবং তাদের বাড়ির লোকেদের বেরোনো অসুবিধা হয়ে যাবে, মানুষের এত টাকা এরা চুরি করেছেন বললেন সুকান্ত | নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে তিনি বলেন ' মুখ্যমন্ত্রীর দাবির শেষ নেই' | তিনি কুণাল ও পার্থকে নিয়েও কটাক্ষ করে বলেন 'কুনালবাবু আর পার্থবাবুর বিশেষ ভালোবাসা সম্পর্ক ' | তিনি জাদুঘরে গুলি চলা প্রসঙ্গেও মতামত দেন | অবশেষে চুঁচুড়ার ঘটনার মন্তব্য করে চুঁচুড়ার উদ্দেশ্যে রওনা দেন 

Related Video