'একবার বিদায় দে মা ঘুরে আসি'- সিবিআই প্রসঙ্গে অনুব্রতকে কটাক্ষ সুকান্তর

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের দুর্নীতি নিয়ে কটাক্ষ করেন

/ Updated: Aug 07 2022, 09:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন | তৃণমূলের নেতাদের এবং তাদের বাড়ির লোকেদের বেরোনো অসুবিধা হয়ে যাবে,  মানুষের এত টাকা এরা চুরি করেছেন বললেন সুকান্ত | নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে তিনি বলেন ' মুখ্যমন্ত্রীর দাবির শেষ নেই' | তিনি কুণাল ও পার্থকে নিয়েও কটাক্ষ করে বলেন 'কুনালবাবু আর পার্থবাবুর বিশেষ ভালোবাসা সম্পর্ক ' | তিনি জাদুঘরে গুলি চলা প্রসঙ্গেও মতামত দেন | অবশেষে চুঁচুড়ার ঘটনার মন্তব্য করে চুঁচুড়ার উদ্দেশ্যে রওনা দেন