আন্দোলন শেষ, উঠছে রব 'আমরা কারা লক্ষ্মী ছেলে

  • মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আশ্বাস পেয়ে কার্যত আন্দোলন ভাঙতে চলেছেন এনআরএস-এর চিকিৎসকরা
  • জয় ছিনিয়ে নিয়েছে জুনিয়র চিকিৎসকেরা 

Share this Video

এখনও পাকাপাকি ঘোষণা হয়নি তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আশ্বাস পেয়ে কার্যত আন্দোলন ভাঙতে চলেছেন এনআরএস-এর চিকিৎসকরা। জয় ছিনিয়ে নিয়েছে জুনিয়র চিকিৎসকেরা। অন্য দিকে খুশি রোগীদের পরিবারও। আশা করা যায় হাসপাতালগুলিতে আবার আগের মত স্বাভাবিকতা ফিরবে। এদিন মোট ৩১ জন ছাত্র প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন। ১২ দফা প্রস্তাবের প্রতিটি বিশ্লেষণ করে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। বন্ধুদের বরণ করে নিল কলকাতা এনআরএস-এর সতীর্থরা। বন্ধুরা ফিরতেই শুরু হল কলরব- আমরা কারা, লক্ষ্মী ছেলে।

Related Video