Weather update: বাড়বে তাপমাত্রা, ফের বৃষ্টির সম্ভাবনা বঙ্গে

বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। ৪ তারিখ থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা।

Share this Video

উত্তরবঙ্গের বুধবার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টি শুরু হবে। মূলত বেশি বৃষ্টি হবে ৪ তারিখ। ৪ তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে এবং কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে ৫ তারিখেও বৃষ্টি হবে। রাতের তাপমাত্রা আগামী দিন আরও ২ ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ শুষ্ক আকাশ থাকবে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার হালকা বৃষ্টি হবে, শুধুমাত্র উপকূলের দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এবং বর্ধমানেও বৃষ্টি হবে। ৪ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ,মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পুরুলিয়া এইসব জেলার কয়েকটা জায়গায় বেশি বৃষ্টি হবে। ৫ তারিখ থেকে বৃষ্টি আবার কমে যাবে। কলকাতাতে ৪ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে যাবে। বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা হবে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে।

Related Video