কনফিডেন্স নিয়ে মিথ্যে বলেন, রাজ্যে হিংসার জন্য দায়ি মমতাই, হুঙ্কার বিজয়বর্গীয়-র

সিএএ ও এনআরসি নিয়ে  চলছে প্রতিবাদ।  রাজ্যজুড়ে তৈরি হওয়া হিংসাত্মক পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ি করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি নেতা অভিযোগ করেন, রাজ্যবাসীকে ভুল বোঝাচ্ছেন মমতা। প্রশাসন রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। তাই দায় নিয়ে পজত্যাগ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিএএ নিয়ে প্রতিবাদ প্রসঙ্গে ২০০৫ সালে মুখ্যমন্ত্রীর বক্তব্যও তুলে আনেন কৈলাস বিজয়বর্গীয়।
 

Share this Video

সিএএ ও এনআরসি নিয়ে চলছে প্রতিবাদ। রাজ্যজুড়ে তৈরি হওয়া হিংসাত্মক পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ি করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি নেতা অভিযোগ করেন, রাজ্যবাসীকে ভুল বোঝাচ্ছেন মমতা। প্রশাসন রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। তাই দায় নিয়ে পজত্যাগ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিএএ নিয়ে প্রতিবাদ প্রসঙ্গে ২০০৫ সালে মুখ্যমন্ত্রীর বক্তব্যও তুলে আনেন কৈলাস বিজয়বর্গীয়।

বৃহস্পতিবার বিজেপি নেতা সব্যসাচী দত্তকে নিয়ে নিউটাউনিনের জ্যোতিনগরের বাগজোলা হরিমন্দিরে যান কৈলাস বিজয়বর্গীয়। সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ তাঁদের বরণ করে নেন। নাগরিকত্ব সংশোধনী আইনে মতুয়ারা এদেশষের নাগরিকত্ব পাবেন বলে আশ্বাস দেন দুই বিজেপি নেতা। 

Related Video