'সরকার কি দয়া করছে', শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে প্রশ্ন কৌশিক সেনের, দেখুন ভিডিও
- প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে কৌশিক সেন
- শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা
- অনশনকারী শিক্ষকদের দাবিকেও সমর্থন
প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে গিয়ে এবার সমর্থন জানিয়ে এলেন অভিনেতা কৌশিক সেন। অনশনরত শিক্ষকদের দাবি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে ভঙ্গিমায় কথা বলেছেন, তার তীব্র সমালোচনা করেন অভিনেতা। তিনি বলেন, 'শিক্ষকরা বেতন নিয়ে যে দাবি করছেন তা অন্য রাজ্যে স্বীকৃত। দাবি পূরণে রাজ্য সরকারের আর্থিক সমস্যা থাকতেই, সেটা নিয়েও আপত্তির জায়গা নেই। কিন্তু শিক্ষামন্ত্রী এমন ভাবে কথা বলেন তাতে মনে হয় শিক্ষা খাতে ওনার ব্যক্তিগত তহবিল থেকে টাকা দেওয়া হচ্ছে। শিক্ষকরা তো পরিষেবা দিয়েই তার বিনিময়ে বেতন পান। রাজ্য সরকার কেন শিক্ষকদের দাবির প্রতি সহমর্মিতা দেখাবে না? কেন তাদের কথা শুনে মনে হবে যে শিক্ষকদের দয়া করা হচ্ছে?
অভিনেতা বলেন, তিনি ব্যক্তিগত ভাবে শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাতেই অনশন মঞ্চে এসেছেন। আন্দোলনরত শিক্ষকদের দাবি যথেষ্ট সঙ্গত বলেও মন্তব্য করেন তিনি।