হরিদেবপুর ৪১ পল্লীতে 'আগন্তুক'! শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি
তিন মাসও বাকি নেই পুজো আসতে। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে থিমের রমরমা। রমরমিয়ে চলছে পাড়ায় পাড়ায় খুঁটি পুজো। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে থিম, মণ্ডপসজ্জা ও প্রতিমার হাড্ডাহাড্ডি লড়াই। এরই মধ্য়ে হয়ে হরিদেবপুর ৪১ পল্লীর খুঁটি পুজো।
তিন মাসও বাকি নেই পুজো আসতে। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে থিমের রমরমা। রমরমিয়ে চলছে পাড়ায় পাড়ায় খুঁটি পুজো। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে থিম, মণ্ডপসজ্জা ও প্রতিমার হাড্ডাহাড্ডি লড়াই। এরই মধ্য়ে হয়ে হরিদেবপুর ৪১ পল্লীর খুঁটি পুজো। এবার ৬১ বছর পূর্ণ করছে এই প্রাচীন পুজো। আজ রবিবার ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে খুঁটিপুজো হয়ে গেলে এখানে। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলতাকার সাংসদ মালা রায় ও রাজ্যসভা সাংসদ শুভাশিস চক্রবর্তী। এবছর এই পুজোর মণ্ডপসজ্জা ও প্রতিমা তৈরি করেছেন শিল্পী গৌরাঙ্গ কুইলা। এখানে আগন্তুক থিমে পুজো হবে বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা।