আনিস খান-এর মৃত্যুর সঠিক তদন্তের আশ্বাস দিলেন মমতা

 আনিস খান-এর মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিলেন মমতা। 'সরকার নিরপেক্ষ তদন্ত করবে'-মমতা বন্দ্যোপাধ্যায়। 'আনিসের সঙ্গে আমাদের যোগাযোগ ভালো ছিল', বললেন মমতা। ঘটনাটা দুর্ভাগ্যজনক, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Share this Video

আনিস খান-এর মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিলেন মমতা। 'সরকার নিরপেক্ষ তদন্ত করবে'-মমতা বন্দ্যোপাধ্যায়। 'আনিসের সঙ্গে আমাদের যোগাযোগ ভালো ছিল', বললেন মমতা। ঘটনাটা দুর্ভাগ্যজনক, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেই দোষ করুক না কেন, তদন্ত নিরপেক্ষ হবে, বললেন মমতা। অপরাধীরা শাস্তি পাবে, আশ্বাস মুখ্য়মন্ত্রীর। ১৫ দিনের মধ্যে রিপোর্ট সামনে আসবে, বললেন মমতা। প্রসঙ্গত, আনিস খানের মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তাঁর মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন একাধিক রাজনৈতিক দল। অনেকেই তাঁকে নিজেদের দলের সদস্য বলেও দাবি করেছেন। গত শুক্রবার রাতে তাঁর মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। আনিসের বাড়ির সামনে থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদহ। অনিসের বাবার দাবি পুলিশের পোশাক পরা কয়েকজন তাঁর ছেলেকে ছাদে নিয়ে গিয়ে হত্যা করে। আনিসের পরিবারের পক্ষ থেকে হাওড়া থানায় অভিযোগও দায়ের করা হয়। এবার এই ঘটনারই সম্পূর্ণ তদন্তের আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দোষীদের শাস্তিরও আশ্বাস দিয়েছেন তিনি।

Related Video