ভয়াবহ দুর্ঘটনার পরে মেট্রোর ভিতরে দমবন্ধ অবস্থা, আতঙ্কে যাত্রীরা, দেখুন ভিডিও

  • কলকাতা মেট্রোয় বেনজির দুর্ঘটনা
  • ঝুলন্ত যাত্রীকে নিয়েই ছুটল ট্রেন
  • লাইনে ছিটকে পড়ে মৃত্যু যুবকের
  • মেট্রোর ভিতরে আটকে গিয়ে আতঙ্কে যাত্রীরা
/ Updated: Jul 13 2019, 08:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কলকাতা মেট্রোয় ভয়াবহ দুর্ঘটনা। দরজায় আটকে থাকা ঝুলন্ত যাত্রীর সুড়ঙ্গের মধ্যে থার্ড রেলে ছিটকে পড়ে মৃত্য হল। এ দিন সন্ধে ৬. ৪০ মিনিটে পার্ক স্ট্রিট স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি পার্ক স্ট্রিট থেকে ময়দান স্টেশনের দিকে যাচ্ছিল। জানা গিয়েছে ভিড়ের মধ্যেই ওই যাত্রী ট্রেনে উঠতে যাওয়ার সময় ওই যাত্রীর হাত দু'টি দরজার মধ্যে আটকে যায়। দরজার বাইরেই যাত্রী যখন ঝুলছেন, সেই অবস্থায় চলতে শুরু করে ট্রেন। ট্রেন যখন প্ল্যাটফর্ম ছেড়ে সুড়ঙ্গের মধ্যে ঢোকে, তখন দেওয়ালে ধাক্কা খেয়ে থার্ড রেলের উপরে ছিটকে পড়েন ওই যুবক। কলকাতা মেট্রোর ইতিহাসে এই দুর্ঘটনা নজিরবিহীন। ইতিনমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং কারও গাফিলতি আছে কি না তা খঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল। ওই ট্রেনের চালক এবং গার্ডকেও সাসপেন্ড করা হয়েছে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নেন, এই দুর্ঘটনায় তাঁদের মাথা হেঁট হয়ে গিয়েছে। নিহত যাত্রীর পরিচয় জানার চেষ্টা চলছে। মেট্রোয় নতুন আসা একটি রেকেই এ দিন এই দুর্ঘটনা ঘটেছে। 

যাত্রীদের অভিযোগ, ওই যুবক যে কামরার বাইরে ঝুলছিলেন, সেখানকার যাত্রীরাও চিৎকার করে চালক এবং গার্ডের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এমন কী কামরার ভিতরে থাকা অ্যালার্মও কাজ করেনি বলে অভিযোগ। এর পরে ওই যাত্রী থার্ড রেলে ছিটকে পড়ার পরে সুড়ঙ্গের মধ্যে আটকে যায় এসি রেকটি। অভিযোগ, তখন প্রায় চল্লিশ থেকে পয়তাল্লিশ মিনিট বদ্ধ অবস্থায় ট্রেনের মধ্যে আটকে থাকতে হয় যাত্রীদের। কোনওরকম ঘোষণাও করা হয়নি বলে অভিযোগ। যাত্রীরা তখন পোড়া গন্ধও পান। পরে ট্রেনটি পার্ক স্ট্রিট স্টেশনে পিছিয়ে নিয়ে নিয়ে এসে গার্ডের কেবিনের দরজা দিয়ে সব যাত্রীদের নামানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। পুলিশও আলাদা করে তদন্ত শুরু করেছে।