বিষাক্ত গ্যাস কেড়েছে ক্ষিদের ইচ্ছে, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের এক ভয়ানক কাহিনি

  • খেয়াদা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরিবেশ ধ্বংসের ছবিটা আতঙ্কে ফেলে দেবে
  • চূণ তৈরির চুল্লি থেকে যেভাবে বিষাক্ত গ্যাস বের হচ্ছে তাতে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ
  •  শ্বাসকষ্ঠের অসুবিধা তো রয়েইছে, সেইসঙ্গে চলে যাচ্ছে ক্ষিদের ইচ্ছে
  • অনেকের খাবার পর্যন্ত হজম হচ্ছে না
/ Updated: Dec 03 2019, 03:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে পরিবেশে নিয়ে ধ্বংসলীলা অব্যাহত। দশকের পর দশক এই ধ্বংসের কাজ চলছে। যার জেরে আজ বিপন্ন এই বিস্তৃর্ণ জলাভূমি। কলকাতা হারাচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য। জলাভূমি-র মধ্যে চূণ তৈরির চুল্লির বিষাক্ত গ্যাস বিষিয়ে দিচ্ছে এলাকা আলো-বাতাস-কে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যা বিশ্ব হেরিটেজ ওয়েটল্যান্ডের তালিকায় প্রথম তিনটি স্থানের মধ্যে রয়েছে, সেই ওয়েটল্যান্ডেই গজিয়ে উঠেছে এই চুল্লি। বিশ্ব হেরিটেজ-এর আওতাভুক্ত এই ওয়েটল্যান্ড এমনিতেই ধ্বংসের শিকার। কিন্তু, পরিবেশপ্রেমীরা এই সুবিশাল ওয়েটল্যান্ডকে রক্ষার করার চেষ্টা করছে। অথচ, সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই গজিয়ে উঠেছে এই চুল্লিটি। যেখানে শামুকের খোল পুড়িয়ে তৈরি হচ্ছে চূণ। এই চুণ তৈরির গন্ধ এতটাই তীব্র যে এলাকার মানুষের শ্বাসকষ্ঠ শুরু হয়ে গিয়েছে।