'বেল পাকলে কাকের কী'- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে কটক্ষ দিলীপের
শুক্রবার সকালেই দিল্লি গেলেন দিলীপ ঘোষ। পিভিলেজ কমিটির মিটিংয়ে যোগ দিতেই তাঁর দিল্লি যাওয়া। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তিনি। 'ড্যামেজ কী আর কন্ট্রোল হয়'-দিলীপ ঘোষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এমনটাই বললেন তিনি। 'বেল পাকলে কাকের কী'-দিলীপ ঘোষ।
সকালের বিমানে দিল্লি গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, দিল্লিতে পিভিলেজ কমিটির মিটিং আছে য়েজন্যই সেখানে যাচ্ছেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার সমর্থন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এসব নিয়ে বলার কিছু নেই। কে নেত্রী, কে নেতা, কার নেতা কে। এব্যাপারে আমাদের কিছু বলার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার গোয়া যাবেন। এনিয়ে দিলীপ ঘোষ বলেন, গোয়ার সিজন এখন বহু লোক বেড়াতে যান। গিয়ে এলেন তাতে কি হল আমরা তো কিছু বুঝতে পারলাম না। ত্রিপুরাতে কোনো আশা নেই, যদি গোয়ায় দিয়ে কিছু হয়। বেল পাকলে কাকের কী, বলে কটাক্ষ দিলীপের। দর্শক মাত্র ওনারা ওখানে, এমনটাও বলতে শোনা গেল তাঁকে। ট্যাবলো বিতর্ক নিয়ে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দু'জন সিনিয়র মন্ত্রী পরিস্কার করে দিয়েছেন সবটা। তিনি এও বলেন, 'আমরা জানি যে ৬০-৭০ টি ট্যাবলো গিয়েছে সেখানে আর ২৩ টি সিলেক্ট হয়েছে। ২৯টি রাজ্য পাঠিয়েছিল, সেখানে ১২টি সিলেক্ট হয়েছে। সেজন্য কোনো বিশেষ রাজ্য বা বিরোধী বলে আলাদা করা হয়েছে এমন নয়। তার নির্দিষ্ট নীতি পদ্ধতি আছে সেভাবেই হয়, প্রত্যেক বছরই হয়। টিএমসি ট্যাবলোর চাইতে আগ্রহ রাজনীতিতে তাই তারা জলঘোলা করছেন।'