সম্বিত পাত্রকে সঙ্গে নিয়ে প্রচারে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, প্রচারের মাঝেই ডাবে চুমুক দিলেন তাঁরা
বৃহস্পতিবার অশান্তির পর শুক্রবার প্রচারে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। ভবানীপুর (Bhawanipur) উপনির্বাচনের (By-election) আগে শেষ মুহূর্তের প্রচার চলছে সেখানে। সকালে থেকেই প্রচার করতে দেখা যায় প্রিয়াঙ্ক টিব্রেওয়ালকে। গরমে প্রচারের মাঝেই ডাবে চুমুক দিলেন প্রিয়াঙ্কা সঙ্গে ছিলেন সম্বিত পাত্র (Sambit Patra)। এদিন প্রচারে তাঁর সঙ্গে ছিলেন সম্বিত পাত্র। প্রচারের মাঝে এদিনও তাঁকে ঢাক বাজাতে দেখা গেল প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। সেই সঙ্গেই মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি।
বৃহস্পতিবার অশান্তির পর শুক্রবার প্রচারে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। ভবানীপুর (Bhawanipur) উপনির্বাচনের (By-election) আগে শেষ মুহূর্তের প্রচার চলছে সেখানে। সকালে থেকেই প্রচার করতে দেখা যায় প্রিয়াঙ্ক টিব্রেওয়ালকে। গরমে প্রচারের মাঝেই ডাবে চুমুক দিলেন প্রিয়াঙ্কা সঙ্গে ছিলেন সম্বিত পাত্র (Sambit Patra)। এদিন প্রচারে তাঁর সঙ্গে ছিলেন সম্বিত পাত্র। প্রচারের মাঝে এদিনও তাঁকে ঢাক বাজাতে দেখা গেল প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। সেই সঙ্গেই মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি।