ধী গ্রেফতারের পর প্রকাশ্যে মুখ খুলেন শিলাজিৎ

  • শুক্রবার রাতেই গ্রেফতার শিলাজিৎ পুত্র ধী
  • সেই নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন শিলাজিৎ
  • কলকাতায় কয়েকদিনের জন্য ঘুতে এসেছিলেন ধী
  • বর্তমানে আইনজীবীর ওপরই ভরসা রাখলেন শিলাজিৎ

Share this Video

শুক্রবার রাতে গ্রেফতার শিলাজিৎ পুত্র ধী। মাদক দ্রব্য সঙ্গে থাকায় টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছ থেকে গ্রেফতার করা হয় তাকে। কলকাতায় ছুটি কাটাতে এসেছিলেন ধী। তারই মাঝে এই বিপত্তি। চিন্তার ভাঁজ পরে শিলাজিৎ-এর কপালে।

শনিবার সংসাদ মাধ্যমকে তিনি নিজেই জানান সেই কথা। তবে বর্তমানে ধী মজুমদারের আইনজীবী, অনির্বান গুহঠাকুরতার ওপরই ভরসা রাখলেন তিনি। তিনিও এদিন প্রকাশ্যে জানান যে পরিমাণ মাদক দ্রব্য তাদের কাছে ছিল তা জামিন যোগ্য। ফলেই আবেদন করা হয়েছে, বলেই জানালেন ধী-এর আইনজীবী। 

Related Video