করোনা আবহের মাঝেই বড়দিনের সাজে সেজে উঠেছে সাউথ সিটি মল

  • আর মাত্র কিছু সময়ের অপেক্ষা 
  • ইতিমধ্যেই বড়দিনের সাজে সেজে উঠেছে কলকতা
  • সেজে উঠেছে পার্ক স্ট্রিট থেকে শুরু করে সাউথ সিটি মল
  • সব মিলিয়ে করোনা ভুলে উৎসবের মেজাজ এখন সেখানে 

Share this Video

করোনা আবহের মাঝেই আরও এক উৎসব এসে হাজির। বছর শেষেরও আর বেশি দিন বাঁকি নেই। সব মিলিয়ে উৎসবের মেজাজ এখন সর্বত্র। এর সেই উৎসবের আনন্দেই মেতেছে এখন কলকাতা। ইতিমধ্যেই বড়দিনের সাজে সেজে উঠেছে কলকাতা। সেজে উঠেছে পার্ক স্ট্রিট থেকে শুরু করে সাউথ সিটি মল। রংবেরঙের আলো আর ক্রিসমাস ট্রি, কৃত্রিম সান্তাক্লজ থেকে আরও নানান জিনিসে সেজে উঠেছে কলাকাতার সাউথ সিটি মল।। করোনা ভুলে উৎসবের সাজে নজর কাড়ছে এখন এই মল। সেই সঙ্গেই সেজে উঠেছে সেখানকার ফুড কোর্টও। সব মিলিয়ে করোনা ভুলে উৎসবের মেজাজ এখন সেখানে। 

Related Video