
Kolkata News: বাঙালি হেনস্তার বিরুদ্ধে ফুঁসে উঠল Congress! উঠল ‘মোদী-মমতা সেটিং’-এর অভিযোগ
Kolkata News: বাঙালি হেনস্তার বিরুদ্ধে ফুঁসে উঠল কংগ্রেস (Congress)। কংগ্রেসের রাজভবন অভিযানে উত্তাল কলকাতা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় এই মিছিল। মিছিল থেমে যায় পুলিশ ব্যারিকেডে এলিট সিনেমার সামনে। এই নিয়ে পুলিশের সঙ্গে চরম ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। প্রায় ৪৫ জন কর্মীকে গ্রেফতার করে পুলিশ।