Uluberia News: সব শেষ হয়ে গেল! স্রোতের ধাক্কায় গঙ্গার বুকে উল্টে গেল আস্ত স্পিড বোট
Uluberia News: হাওড়ার (Howrah) উলুবেড়িয়ায় (Uluberia) গঙ্গায় আসা বানে উল্টে গেল স্পিড বোট। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। তবে এই দুর্ঘটনায় বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটির জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।