তেড়েফুঁড়ে আসছে 'যশ', দীঘায় উত্তাল সমুদ্র

  • গতি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'যশ'
  • ইতিমধ্যেই শুরু হয়েছে তার দাপট
  • দীঘার উপকূলে কড়া সতর্কতা জারি
  • ঘূর্ণি ঝড়ের জেরে দীঘায় উত্তাল সমুদ্র

Share this Video

আমফানের স্মৃতি উসকে ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। গতি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'যশ'। ইতিমধ্যেই শুরু হয়েছে তার দাপট। দীঘার উপকূলে কড়া সতর্কতা জারি। ঘূর্ণি ঝড়ের জেরে দীঘায় উত্তাল সমুদ্র। পর্যটক শূণ্য দীঘায় এখন চোখ রাঙাচ্ছে সুমদ্র। সাখানে চলছে মাইকিং। সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে সেখানে।

Related Video