যুবক এক মনে বসে কথা বলেই যাচ্ছিলেন। কোন দিকেই তার খেয়াল ছিল না। দেখা যায় ঠিক সেই মুহূর্তে বেড়ার ফাঁক দিয়ে ঢোকে এক বিষধর ভয়ঙ্কর দেখতে সাপ। যুবক কিছু বুঝে ওঠার আগে সেই সাপ ছোবল দিয়ে বসে তাঁর মাথায়।

কথায় বলে রাখে হরি মারে কে? সত্যিই তাই হল, একটা টুপি বাঁচিয়ে দিল যুবকের প্রাণ। একটি ভাইরাল ভিডিয়ো ঘুরছে সোস্যাল মিডিয়ায়। যে ভিডিও-তে( যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করে নি এশিয়ানেট নিউজ বাংলা) যেখানে দেখা একটি বাঁশের মাচা দেওয়া ঘরে বসে এক যুবক আনমনে কথা বলেছেন। মাথায় রয়েছে একটি টুপি। ঠিক পিছনেই ছিল একটি বিষধর কালাচ সাপ। কিছু টের পাওয়ার আগেই যা ঘটে গেল তা এই ছড়িয়ে পড়া ভিডিও দেখে শিউরে উঠছেন নেট দুনিয়ার মানুষজন।

ভাইরাল হওয়া ভিডিয়ো-তে দেখা যায়, যুবক এক মনে বসে কথা বলেই যাচ্ছিলেন। কোন দিকেই তার খেয়াল ছিল না। দেখা যায় ঠিক সেই মুহূর্তে বেড়ার ফাঁক দিয়ে ঢোকে এক বিষধর ভয়ঙ্কর দেখতে সাপ। যুবক কিছু বুঝে ওঠার আগে সেই সাপ ছোবল দিয়ে বসে তাঁর মাথায়। সেই সাপের ছোবল থেকে যুবককে বাঁচিয়ে দেয় তার মাথায় থাকা টুপি। বিরক্ত হয়ে যায় সাপটি। এরপর ওই তরুণের টুপি মুখে করে টেনে খুলে দেয় সেই বিষধর সাপ। ফের লক্ষ্য ছিল মাথায় ছোবল দেওয়া। কিন্তু কপাল ভালো মাথার টুপি সরে যেতেই হুঁশ ফেরে তরুণের। পিছন ঘুরে সাপটিকে দেখে ভয়ে সরে যায় তরুণ। বড় রকমের বিপদ থেকে রক্ষা পেলেন অল্পের জন্য। এমনই একটি ঘটনার ভিডিয়ো সোস্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে । তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছিল, তা-ও ওই ভিডিয়ো থেকে কোনভাবেই জানা সম্ভব হয়নি।

গত ২২ ফেব্রুয়ারি ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামের এক্স হ্যান্ডল থেকে। কয়েক লক্ষ মানুষ এই ভিডিয়োটি দেখে ফেলেছেন। ভিডিয়োটি দেখে অনেকেই শিউরে উঠেছেন। অনেকেই মন্তব্য করেছেন, ভাগ্যিস মাথায় ছিল টুপি নয়ত ঘটে যেত বড় অঘটন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।