Tinder Truck: মানুষের জীবনে প্রেম বারবার আসে। কিন্তু অনেকক্ষেত্রেই আবার বিচ্ছেদও হয়ে যায়। 

Tinder Truck: জীবন মানেই যেন ওঠাপড়ার গল্প। যারা প্রেমে (love) পড়েছেন, কখনও না কখনও তারা নিশ্চয়ই বিচ্ছেদের যন্ত্রণাও (relation breakup) পেয়েছেন। আবার অনেকে সঠিক সঙ্গীও খুঁজে পেয়েছেন। কিন্তু যাদের ব্রেকআপ হয়ে যায়, তাদের জন্য বিষয়টা খুবই বেদনাদায়ক (tinder truck)।

সঙ্গীকে ভুলতে আজকালকার দিনে অনেকেই আবার নিজের প্রাক্তনকে সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দেন। কারণ, অনেকের ধারণা চোখের আড়াল হলেই হয়ত মন থেকেও আড়াল সম্ভব (tinder truck viral video)। কিন্তু তারপরেও কি আদৌ ভোলা যায়?

Scroll to load tweet…

প্রেম মানে মনের টান। নিজেদের প্রিয় মুহূর্তগুলো বারবার মনে পড়ে যাওয়া। চোখের সামনে থাকা প্রেমিকের দেওয়া উপহারগুলো যেন বারবার মনে করিয়ে দেয় একসঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো। যা বারবার মনকে ভারাক্রান্ত করে তোলে। কিন্তু এবার সেই সমস্যার হবে সমাধান। দারুণ একটি উপায় নিয়ে হাজির হল ডেটিং অ্যাপ Tinder।

এমনিতেই নেটিজেনদের কাছে Tinder একটি বহুল জনপ্রিয় অ্যাপ্লিকেশন। কারণ, যাকে পছন্দ হয়, তাঁকে রাইট সোয়াইপ করতে হয়। আর যাকে পছন্দ নয়, তাঁকে লেফট সোয়াইপ করলেই মনের মানুষকে কাছে পাওয়া যেতে পারে। যদিও সেক্ষেত্রে উল্টোদিকের মানুষটির সঙ্গে ম্যাচ প্রোফাইল হতে হবে। নাহলে হবে না (dating apps India)।

কিন্তু যাই হোক, বিষয়টা বেশ চমকপ্রদ। এবার বিচ্ছেদের যন্ত্রণা ভোলানোর উপায় নিয়ে হাজির হল এই সংস্থা। কিন্তু কীভাবে? ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অভিনব একটি ট্রাক নিয়ে হাজির ডেটিং অ্যাপ টিন্ডার। তার একপাশে লেখা রয়েছে ‘EX-PRESS DISPOSAL TRUCK’। আবার পিছনদিকে লেখা রয়েছে, ‘CAUTION: Emotional Baggage Inside’।

অর্থাৎ, প্রেমিক বা প্রেমিকার দেওয়া উপহার, যা আজ আপনার কাছে অপ্রয়োজনীয় এবং মনের মধ্যে উথাল পাথাল পরিস্থিতি তৈরি করছে, তা নির্দ্বিধায় ফেলে দিতে পারেন এই ট্রাকে। ইতিমধ্যেই দেশের সব বড় বড় শহরে এই ট্রাক ঘুরতে শুরু করেছে। অনেকেই তা দেখে ছুটে আসছেন এবং তাতে রেখে যাচ্ছেন প্রাক্তনের দেওয়া সব উপহার (Tinder dating app)।

কারও হাতে দেখা আচ্ছে টেডি বিয়ার, কারও হাতে আবার কার্ড। কার্যত, সোশ্যাল মিডিয়াতে সাড়া ফেলে দিয়েছে এই উদ্যোগ। সচরাচর এইরকম দেখা যায়না। যে ব্রেকআপের পর কেউ এসে এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের উপহার নিয়ে চলে যাচ্ছে কিংবা মনকে খুশি করতে উপহারগুলিকে চোখের সামনে থেকে সরিয়ে রাখছে। 

তাই সেই অভাব মেটাতে এসে গেছে টিন্ডার। অনেকে আবার বলছেন, এটি আসলে একটি সংস্থাটির একটি মার্কেটিং মুভ। কেউ কেউ আবার একধাপ এগিয়ে বলেছেন, যেন তাঁর নিজের এলাকাতেও পৌঁছে যায় এই ট্রাক। অনেকে আবার প্রাক্তনকে খোঁচা মারতেও ছাড়ছেন না। 

সোশ্যাল মিডিয়াতে একজন লিখেছেন, “আমার প্রাক্তন তো কিছুই দেননি।” অর্থাৎ, উপহার এলেও এমন মন খারাপ। আবার দেখা যাচ্ছে উপহার না পাওয়ার জন্য চরম হতাশা। কিন্তু সবমিলিয়ে, এই বিষয়টি কিন্তু নেটিজেনদের বেশ মনে ধরেছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।