সংক্ষিপ্ত

  •  এবার আইকোকাণ্ডে পার্থকে নোটিশ পাঠাল ইডি
  • আগামী সপ্তাহেই  হাজিরার নির্দেশ রাজ্যের মন্ত্রীকে
  • আইকোরের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল পার্থকে
  • সেই সূত্র ধরেই পার্থকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি

আইকোর মামলায় ফের পার্থকে তলব এবার ইডির। একুশের নির্বাচনের একেবারে দোরগড়ায় রাজ্যে কয়লা-গরুপাচার-সারদা সহ একাধিক কাণ্ডে গতি এনেছে সিবিআই-ইডি। এবার আইকোর চিটফান্ডকাণ্ডে সিবিআই এর পর এবার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে তলব করল ইডি।  

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই না-এখন এসে কী করবেন', বিস্ফোরক শীতলকুচির বর্মন পরিবার  

 

 


আইকোর মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় সহ কলকাতার আরও এক বিদায়ী কাউন্সিলরকেও ডেকে পাঠিয়েছে ইডি। বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্যর সঙ্গে আইকোরের কী সম্পর্ক ছিল তা জানতে চেয়ে তাঁকেও তলব করেছে ইডি। আগামী সপ্তাহে দুজনকেই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য তবে এই প্রথমবার নয়, আইকোর চিটফান্ডকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে আগেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আইকোরের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়কে। আইকোর মামলার তদন্তে একটি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলে সূত্রের খবর। সেই সূত্র ধরেই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, আইকোরকাণ্ডে তৃণমূলের নেতা মানস ভুইয়াকেও আগেই নোটিশ পাঠিয়েছে সিবিআই। 

আরও পড়ুন, আজ রাজ্যে প্রথমবার নির্বাচনী প্রচারে রাহুল, ওদিকে শীতলকুচি কাণ্ডের পর কোচবিহারে মমতা 

 

 


আসন্ন বিধানসভা নির্বাচনে এবার সবং থেকে ভোটে লড়ছেন তিনি। এদিকে বিধানসভা নির্বাচনের একেবারে কাছে দাঁড়িয়ে একেরপর এক নেতা-মন্ত্রীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডেকে পাঠানোর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে ধারণা তৃণমূলের নের্তৃত্বের।