- অর্মত্য সেনকে হেনস্থার অভিযোগ
- প্রতিবাদে সামিল শহরের বিশিষ্টরা
- বাংলা আাকাদেমিতে বিক্ষোভ তাঁদের
- কী বললেন কবীর সুমন?
নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের বাড়ি জমি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। জমি জবরদখল করে রাখার অভিযোগ তুলেছে বিশ্বভারতী। এই অবস্থায় নোবেলজয়ীর পাশে থাকার বার্তা দিয়ে অর্মত্য সেনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিশ্বভারতীর আচরনে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এবার নোবেলজয়ী পাশে থাকার বার্তা দিয়েছেন সুশীল সমাজও। রাজ্যের মন্ত্রী তথা ব্রাত্য বসুর ডাকে বিশ্বভারতীর বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন বিদ্বজনেরা।
আরও পড়ুন-দলে পদ পেয়েও সপ্তাহ খানেক টিকল না, বর্ধমানে ৫ নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানে চাপানউতোর
রবিবার দুপুরে কলকাতায় বাংলা অ্য়াকাদেমির সামনে বিক্ষোভ দেখান বিশিষ্টজনেরা। ব্রাত্য বসুর আহ্বানে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কবির সুমন, সুরজিৎ চট্টোপাধ্যায়, শিল্পী শুভাপ্রসন্ন সহ অন্য়ান্যরা। কবির সুমন বলেন, ''যদি কেউ বলে ক্ষিতিমোহন সেনের মেয়ে অবৈধ জমিতে বাড়ি তৈরি করেছেন, বা সেটা যদি কেউ অবৈধ বলে, তাহলে কিছু বলার নেই। আমরা ছেড়ে দেব না। ছেড়ে না দেওয়ার কতরকম উপায় আছে। তা আগের শাসকরা দেখেছেন। এবার এরা দেখবে''।
আরও পড়ুন-মতুয়া মহাসম্মেলনে দুষ্কৃতী হামলা, অনুষ্ঠান চলাকালীন এলোপাথাড়ি গুলি চালাল হামলাকারীরা
অন্যদিকে, গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায় জানান, ''সবকিছুর কোথাও একটা দাঁড়ি টানা উচিত। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, অর্মত্য সেনের এটা প্রাপ্য নয়। উনি কাউকে চাকরি দেওয়ার জন্য নোবেল পাননি। তিনি পেয়েছেন তাঁর গবেষণার জন্য। সত্যি অর্মত্য সেনকে সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করছি''।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 27, 2020, 5:06 PM IST