- ভোটের আগে উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে
- ক্রমশ আক্রমণাত্মক হয় উঠছেন শাসক-বিরোধীপক্ষ
- শোভন-বৈশাখীর জুটির বিরুদ্ধে মামলা হল আদালতে
- মামলা করলেন রায়গঞ্জের অভিনেত্রী-বিধায়ক
রাজ্য রাজনীতিতে চড়ছে উত্তেজনার পারদ। রাজ্য বিজেপির শোভন-বৈশাখীর জুটির বিরুদ্ধে আদালত পর্যন্ত গড়াল মামলা। বাংলায় বিধানসভা ভোটের আগে শাসক-বিরোধী দলের তরজা অব্যাহত। তৃণমূল থেকে বিজেপিতে আসা শোভন চট্টোপাধ্য়ায় ও তাঁকর বান্ধবীর বিরুদ্ধে মামলা হল আদালতে। অপমান সহ্য করতে করতে ধৈর্যের সীমা পার হয়ে গিয়েছে বলে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন অভিনেত্রী-বিধায়ক দেবশ্রী রায়।
একুশের নবান্ন দখলের লড়াইয়ের ময়দানে এবার সজোরে বোমা ফাটালেন রায়দিঘির সাংসদ দেবশ্রী রায়। শোভন চট্টোপাধ্য়ায় ও বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে মামলা করেন তিনি। শনিবার আলিপুর আদালত চত্বরে দাঁড়িয়ে বিজেপির দুই নেতার বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনেন দেবশ্রী রায়। তাঁর অভিযোগ, ''রায়দিঘিতে গিয়ে ওনারা যা বলেছেন তা , মেনে নেওয়া যায় না। অনেক দিন ধরে ওঁরা আমাকে অপমান করছে। আমি একজন শিল্পী, তাই গোটা দেশ আনমাকে চেনে। আমি এতদিন কিছু বলিনি। ধৈর্যের সীমা পার হয়ে গিয়েছে''।
আরও পড়ুন-আগামী ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে অমিত শাহের সভা, দিনক্ষণ ঘোষণা করলেন শান্তনু ঠাকুর
গত ২১ জানুয়ারি রায়দিঘিতে সভা করেছিলেন শোভন-বৈশাখী। সেই জনসভা থেকে তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়কে তীব্র কটাক্ষ করেন তাঁরা। নাম না করে টোটো কেলেঙ্কারি নিয়ে দেবশ্রীকে আক্রমণ করেন শোভন। দেবশ্রীকে ২০১৬-র নির্বাচনে জেতানোর জন্য রায়দিঘির বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে নেন শোভন। দেবশ্রীকে 'অযোগ্য-বিধায়িকা' বলেও আক্রমণ করেন শোভন।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 6, 2021, 9:15 PM IST