সংক্ষিপ্ত
- দুঃস্থদের জন্য খাবারের ব্যবস্থা
- ভোটের আগেই শুরু হচ্ছে মা কিচেন
- আগামী অর্থবর্ষে বরাদ্দ ১০০ কোটি টাকা
- ১৫ ফেব্রুয়ারি চালু হচ্ছে এই প্রকল্প
আগামী সোমবার থেকেই গোটা বাংলা জুড়ে ৫ টাকায় মিলবে খাবার। এবারের বাজেটে ভোট অন অ্যাকাউন্টে মা প্রকল্পের অধীনে এমনই কথা জানান মুখ্যমন্ত্রী। আগামী অর্থবর্ষের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই মতো মায়ের রান্নাঘর প্রকল্পে ৫ টাকায় দুঃস্থদের জন্য খাবারের ব্যবস্থা করেছে সরকার।
আরও পড়ুন-লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র এলাকা, পুলিশের গাড়ি ভাঙচুর-ইটবৃষ্টি
এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের দুঃস্থ মানুষরা যাতে দুবেলা খেতে পায়। সে জন্য তাঁদের দুবেলা খাবারের ব্যবস্থা করা হবে। চালু করা হবে মা নামে একটি নতু প্রকল্প। যার মাধ্যমে সকলের জন্য স্বল্প মূল্যে কমন কিচেন অর্থাৎ রান্না করা খাবার চালু করা হবে। সেই ঘোষণা মতোই কলকাতা সহ গোটা রাজ্যে এই মা কিচেন চালু হচ্ছে। নবান্ন সূত্রে খবর আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এই প্রকল্প চালু করা হবে।
আরও পড়ুন-বাড়ির সামনে BSF, নজরদারীর অভিযোগ তুলে সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর চিঠি
কলকাতা পুরসভার প্রতিটি বোরোয় চালু হচ্ছে এই কমিউনিটি কিচেন। পরে ধাপে কলকাতার প্রতিটি ওয়ার্ডে এই কমিউনিটি কিচেন চালু করা হবে। সেখানে ৫ টাকায় ডিম ভাত মিলবে। আর তাতে থাকবে ২০০ গ্রাম চালের ভাত। সবজি-ডাল ও একটি করে ডিম। প্রথমে এই ১৬টি বোরোয় এই মা কিচেন চালু হবে।