সংক্ষিপ্ত

  • পুলিশকে শাসনির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • কাঁথিতে পতাকা ছেঁড়ার অভিযোগ 
  • থানায় ঢুকে পুলিশকে শাসানি
  • অভিযোগ তণমূল বিধায়কের ছেলের বিরুদ্ধে

শুভেন্দুর গড়ে তৃণমূলের পতাকা, ব্য়ানার ছেঁড়ার অভিযোগ। ঘটনার জেরে তৃণমূল বিধায়কের ছেলের মুখে তীব্র শাসানি খেলেন থানার ওসি। থানায় ঢুকে শাসানি দিয়ে তৃণমূল বিধায়কের ছেলে হুঁশিয়ারি দিয়ে বলেন, চারিদিকে আমাদের ব্যানার ফেস্টুর ছেঁড়া হচ্ছে কেন? দালালি বন্ধ করুন। থানার গিয়ে পুলিশকে এই শাসানির ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনার জেরে তীব্র ক্ষোভ থানার ওসির।

আরও পড়ুন-তৃণমূলের শান্তি মিছিলে 'গোলি মারো' স্লোগান, 'শাসকদলের বোমা-গুলির সংস্কৃতি', কটাক্ষ দিলীপের

থানায় ঢুকে এই কাণ্ডটি ঘটিয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরির পুত্র সু-প্রকাশ। থানায় ঢুকে রীতিমত ওসিকে ধমকানোর অভিযোগ উঠেছে। জানাগেছে, মঙ্গলবার রাতে আচমকা থানায় গিয়ে চড়াও হন অখিল গিরির পুত্র সুপ্রকাশ। দলবল নিয়ে গিয়ে থানার আইসিকে বলেন, ''চারিদিকে আমাদের ফ্ল্যাগ-ফেস্টুর ছেঁড়া হচ্ছে। এই ধরনের ঘটনা আমাদের ভাল লাগছে না। আপনাকে কিছু বললেই হুঁ হুঁ। দালালি বন্ধ করুন আইসি সাহেব। সুষ্ঠুভাবে কাজ করুন''। 

আরও পড়ুন-ধুপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৩, পরিবার পিছু ২ লাখ ক্ষতিপূরণ ঘোষণা মোদীর

অধিকারী পরিবারের গড় কাঁথিতেই তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আঙুল উঁচিয়ে থানার ওসিকে সুপ্রকাশ গিরি ধমক দেন বলে অভিযোগ। যদিও, শুধুই কি পতাকা ছেঁড়া। নাকি অন্য কোনও কারন রয়েছে। তা এখনও অজানা। ইতিমধ্যেই তৃণমূল নেতার এই হুমকি ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যার জেরে তীব্র অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস।