সংক্ষিপ্ত

  • 'বিরোধী ভোটারদের দেখে নেওয়া হবে' প্রথমে হুমকি
  • 'যারা দূরে সরে আছেন তারা যাতে তৃণমূলে ফিরে আসেন'
  • নিজেই পরে বক্তব্য বদলান  দিনাজপুরের তৃণমূল বিধায়ক
  • শীর্ষ নের্তৃত্বের ধমকেই কি পালটি খেলেন  হামিদুল রহমান


  'ভোট না দিলে বিরোধী ভোটারদের দেখে নেওয়া হবে' এই ধরনের হুমকি দেবার একদিনের মধ্যেই ৩৬০ ডিগ্রি পালটি খেলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। প্রার্থীতালিকা ঘোষণার আগেই  তাঁর এই হুমকি দেওয়া থেকে পালটি খাওয়ার পেছনে দলের উচ্চ নেতৃত্বের ধমক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন, আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামেরাও, তরুণ প্রজন্মের ওপর ভরসা রাখতে পারে দল 

এদিন বিধায়ক হামিদুল রহমান বলেছেন,' মুখ্যমন্ত্রী যে ধারাবাহিক উন্নয়ন করেছে তাতে দলমত নির্বিশেষে সকলেই সুযোগ পেয়েছে । যাদের দিদির উন্নয়নের ছোঁয়া লেগেছে, তাঁরা যেন মুখ্যমন্ত্রীকে ঘাসফুল চিহ্নে ভোট দেয় । ' এমনই বার্তা নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুললেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। তিনি বলেছেন,'ব্যাপক উন্নয়ন হয়েছে এলাকাজুড়ে।কিন্ত খেলা হবে স্লোগানকে অপব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন জায়গায়। খেলা হবে উন্নয়নের। খেলা হবে রাজনীতির হার-জিতের।' 

আরও পড়ুন, 'এত দিন কী ঘুমাচ্ছিল-তৃণমূলে যেতেই তদন্তে নামল NIA', খুনের মামলায় ছত্রধরের আজ হাইকোর্টে শুনানি 

 

এদিকে বৃহস্পতিবার তিনি বলেন,  'চোপড়ার বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়ন হয়েছে। দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে এই উন্নয়ন হয়েছে ।যারা এখনো পর্যন্ত দুয়ারে সরকারের মাধ্যমে ছুটে গেছেন আগামীদিনের সরকার এলে তাদের কাজ করা হবে। চোপড়া এলাকায় ছটি  বড় রাস্তা হয়েছে। দুটি রাস্তার কাজ এখনও চলছে।  এলাকায় পথ বাতির কাজ করা হয়েছে। এবং ব্যাপক উন্নয়ন করা হয়েছে এলাকাজুড়ে ।তবে খেলা হবে মাঠে।  এই খেলা হবে স্লোগানকে অপব্যবহার করা হয়েছে। যারা এখনও তৃণমূল কংগ্রেস থেকে দূরে সরে আছেন তারা যাতে তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। সে বিষয় নিয়ে কথা হবে। তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশন কে সম্মান জানাই। শান্তি শৃঙ্খলা  মেনে তিনিও  নির্বাচনের পক্ষে।'