সংক্ষিপ্ত
- ভোটের মুখে ফ্লেক্স বিতর্ক
- 'ব্লেডের আঁচড়' মুখ্যমন্ত্রী ছবিতে
- আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলকর্মীদের
- চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার ঝালদায়
বুদ্ধদেব পাত্র, পুরুলিয়া: বিধানসভা ভোটের 'মাথা কাটা গেল' খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবাদে আন্দোলনের নামার হুঁশিয়ারি দিলেন স্থানীয় তৃণমূলকর্মীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার ঝালদা শহরে।
আরও পড়ুুুন: কী জাতীয় রাসায়নিক ব্যবহার করা হয়েছিল নবান্ন অভিযানে, জানতে চেয়ে অমিত শাহকে চিঠি লকেটের
ঘটনাটি ঠিক কী? করোনা আতঙ্কে স্থগিত হয়ে গিয়েছে পুরভোট। বছর ঘুরলেই আবার রাজ্যে বিধাসভা নির্বাচন। বিভিন্ন জেলায় ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তৃণমূলকর্মীদের। ব্যতিক্রম নয় পুরুলিয়াও। জেলার ঝালদা পুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধা কথা জানিয়ে একটি ফ্লেক্স লাগানো হয়েছিল। ফ্লেক্সটিতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিও। রাতের অন্ধকার কেউ বা কারা মুখ্যমন্ত্রীর মুখের অংশটি ব্লেড দিয়ে কেটে দিয়েছে বলে অভিযোগ। বুধবার সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন: 'স্থায়ী চাকরির নিশ্চয়তা নেই', বীরভূমে আমরণ অনশনে শিক্ষাকর্মীরা
খবর পেয়ে ঘটনাস্থলে যান ঝালদা পুরসভার প্রশাসক তথা বিদায়ী চেয়ারম্যান প্রদীপ কর্মকার ও তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি দেবাশিস সেন। এরপর ফ্লেক্সটি নিয়ে সটান থানায় হাজির হন তাঁরা। রাজ্যের শাসকদলের স্থানীয় নেতৃত্বের দাবি, ঝালদা শহরে নোংরা রাজনীতি করছে বিরোধীরা। পরিকল্পনামাফিক মুখ্য়মন্ত্রীর ছবিট ব্লেড গিয়ে চিড়ে দেওয়া হয়েছে। অবিলম্বের দোষীদের গ্রেফতার না করলে, বৃহত্তর আন্দোলন হবে।