সংক্ষিপ্ত
- দিনে দুপুরে কাউন্সিলরের বাড়িতে পড়ল বোমা
- ঘটনার জেরে পুরসভা এলাকায় আতঙ্ক
- অভিযোগ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে
- থানায় অভিযোগ দায়ের করলেন বিদায়ী কাউন্সিলর
শুভজিৎ পুততুণ্ড, বারাসত-ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বিদায়ী কাউন্সিলরের বাড়িতে ব্যাপক বোমাবাজি করার অভিযোগ। ঘটনায় তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই বিদায়ী কাউন্সিলর। ঘটনার জেরে আতঙ্কিত মহিলা কাউন্সিলর সহ তাঁর পরিবার।
আরও পড়ুন-নতুন করে হাতির আতঙ্ক মেদিনীপুরে, দেখুন চাঞ্চল্যকর ছবি
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহ পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কুলিনপাড়ায়। ওই ওয়ার্ডের কাউন্সিলর দোলা দাসের বাড়িতে দুষ্কৃতীরা বোমাবাজি করে অভিযোগ। বোমাবাজি দলেরই একাংশ যুক্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। খড়গপুর টাউনের তৃণমূল কংগ্রেস সভাপতি সুকণ্ঠ বনিক অভিযোগ করেন পুর প্রশাসক কাজল সিনহার অনুগামীদের বিরুদ্ধে।
আক্রান্ত বিদায়ী কাউন্সিলর দোলা দাসের দাবি, গত শনিবার তাঁর দেওরের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হয়। সেই ঘটনায় দলের একাংশ তাঁকে মদতক দেয় বলে অভিযোগ। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার তাঁদের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার তাঁর বৃদ্ধা শাশুড়ি অনিতা দাস আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি।
আরও পড়ুন-গুলি ছুঁড়তে ছুঁড়তে টাকা ভর্তি ভ্য়ানে ডাকাতি, বার্নপুরের ঘটনায় আতঙ্ক
ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। একুশের বিধানসভা ভোটের আগে বারবার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় তীব্র অস্বস্তিতে তৃণমূলের জেলা নেতৃত্ব। আগামী দুমাসের মধ্যে খড়দহ থেকে তৃণমূল উঠে যাবে বলে দাবি করেন তৃণমূলের সভাপতি সুকণ্ঠ বনিক।