- জঙ্গলমহলে আবারও সক্রিয় মাওবাদী
- চলতি মাসে মাওবাদী পোস্টার উদ্ধার পুরুলিয়ায়
- লক্ষাধিক টাকা দাবি করে পোস্টার
- নির্বাচনের আগে ফের সক্রিয় মাওবাদীরা
জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায় ফের সক্রিয় হচ্ছে মাওবাদীরা। ঝাড়খন্ড সীমানা লাগোয়া পুরুলিয়াতেও পড়ল মাওবাদী পোস্টার। নভেম্বরের গোড়া থেকে লাগাতার পোস্টার উদ্ধার ঘিরে এমনটাই মনে করছে গোয়েন্দারা। কোথাও রাজ্য সরকারকে হুমকি। আবার কোথাও লক্ষাধিক টাকা দাবি করে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে।
আরও পড়ুন-'মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছাতে আমরা প্রস্তুত', মোদির সঙ্গে বৈঠকে জানালেন মমতা
বাংলায় এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। তার আগে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডে মাওবাদী পোস্টার উদ্ধারের জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দাদের। দুর্গাপুজোর পরই নভেম্বর মাসে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে। সম্প্রতি, ২০ নভেম্বর কোটশীলা থানার জিউদারু হাইস্কুলের গেটের সামনে মাওবাদী নামঙ্কিত পোস্টারের হদিশ পায় পুলিশ। অন্যদিকে, চলতি মাসের গোড়ার দিকে ঝালদা থানার ব্রজপুর গ্রামে। কয়লা ডিপোর কাছে উদ্ধার হওয়া পোস্টারে ৫ লক্ষ টাকা দাবি করে মাওবাদীরা। ডিপোর মালিককে হুমকি দিয়ে ওই পোস্টার লেখা হয়।
আরও পড়ুন-কলকাতার মেয়র-প্রশাসক, রাজ্যের মন্ত্রী, জেনে নেওয়া যাক ফিরহাদের সম্পত্তির পরিমাণ
মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলিতে লেখা রয়েছে, 'কিষেণজীর বদলা চাই'। 'রাজ্য সরকার হুঁশিয়ার'। 'পুলিশ দল হুঁশিয়ার'। 'হিড়মা আছে বাংলায়'। গোয়েন্দাদের একটি সূত্রের দাবি 'হিড়মা' ছত্তীশগড়ে মাওবাদীদের শাখা সংগঠন। পোস্টারের শেষে লেখা 'সিপিআই মাওবাদি'। গোয়েন্দারা জানাচ্ছেন 'মাওবাদি' বানানটি ভুল লেখা হয়েছে। সেই থেকে অনুমান কেউ ইচ্ছাকৃতভাবে এলাকায় মাওবাদী আতঙ্ক ছড়াচ্ছে। লাগাতার মাওবাদী পোস্টার উদ্ধারের কারনে ঝাড়খন্ড সীমানায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 24, 2020, 3:55 PM IST