সংক্ষিপ্ত

এদিন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে গেরুয়া আবির ও লাড্ডু বিতরণ করে একটি মিছিল বের করা হয়। যেখানেও বিজেপি সমর্থকদের মধ্যে দেখা যায় তুমুল উচ্ছ্বাস।

বিধানসভায় ভরাডুবির পর পুরভোটেও কার্যত ধরাশায়ী হওয়ার পর রীতিমতো হতাশা গ্রাস করেছিল বঙ্গ বিজেপিকে। কিন্তু পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে ফল প্রকাশ হতেই যেন নতুন করে অক্সিজেন পেল বাংলার গেরুয়া শিবির। ৫ রাজ্যের মধ্যে সিংহভাগ ক্ষেত্রেই বড় জয় পেয়েছে বিজেপি। আর তাতেই দিনভর খুশির জোয়ারে ভাসল পদ্ম সমর্থকেরা। ভোটের ফল ঘোষণা হতেই বিজয় উল্লাসে মাতলেন বসিরহাটের বিজেপি সমর্থকেরা(BJP supporters in Basirhat)। বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে গেরুয়া আবির ও লাড্ডু বিতরণ করে একটি মিছিল বের করা হয়। বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের নেতৃত্বে ইটিন্ডা রোড ধরে বোড ঘাট পর্যন্ত যায় এই বিজয় মিছিল।

বসিরহাট বিজেপির(BJP) সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন যেভাবে চারটে রাজ্যে ক্ষমতায় এসে কংগ্রেসকে ধুলিস্যাৎ করে দিয়েছে তাতে বোঝা যাচ্ছে আগামীতে ২০২৬ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি। এদিকে দেশের সদ্য সমাপ্ত নির্বাচনে পাঁচটির মধ্যে চারটি বিধানসভা দখল করেছে ভারতীয় জনতা পার্টি(Bharatiya Janata Party)। যার মধ্যে উল্লেখযোগ্য রাজ্য উত্তরপ্রদেশ যেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি ফল ঘোষণার পর ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিজয় মিছিল আয়োজন করা হয়। ব্যারাকপুর স্টেশন(Barrackpore station) থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত দলীয় প্রার্থীর জয়ের আনন্দে উৎসাহিত বিজেপি কর্মী সমর্থকরা গেরুয়া আবির দিয়ে রাঙিয়ে দিলেন একে অপরকে। চলল মিষ্টিমুখ।

আরও পড়ুন- ‘নিজেদের সীমারেখা বুঝুন’, নজরুল মঞ্চ থেকেই ফের সংবাদমাধ্যকে হুঁশিয়ারি মমতার

আরও পড়ুন- যুদ্ধ আবহে তরনী মোহনের লোক সঙ্গীতেই শান্তির বার্তা, নতুন গান নিয়ে জোর চর্চা সঙ্গীত মহলে

আরও পড়ুন- নারী ক্ষমতায়নে অসামান্য অবদান এই ২৯ মহীয়সীর, নারী দিবসেই নারী শক্তি পুরষ্কার রাষ্ট্রপতির

এরপর ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মানষ দে জানালেন চার রাজ্যে বিজেপির জয় তাদের আরও উদ্বুদ্ধ করেছে সেই উপলক্ষে এই বিজয় মিছিলের মধ্য দিয়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হচ্ছে।অন্যদিকে পদ্ম সমর্থকদের উল্লাসের ছবি ধরা পড়ল বনগাঁতেও। সেখানে আবির খেলে মিষ্টিমুখ করতে দেখা বিজেপি কর্মী সমর্থকদের। বৃহস্পতিবার বিকেলে বনগাঁ রামনগর রোড এলাকায় উৎসবে মাতে বিজেপি কর্মী সমর্থকরা।বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে রামনগর রোড মোড় এলাকায় আবির খেলে পথচলতি যাত্রীদের মিষ্টিমুখ করায় বিজেপি কর্মী সমর্থকেরা। 

আরও পড়ুন- বেসরকারি কলেজেও সরকারির খরচ, ডাক্তারি পড়ুয়াদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের