সংক্ষিপ্ত
২০২১-এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় ৯টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৬টি বিধানসভা দখল করলেও পুরুলিয়া বিধানসভার লড়াই ছিল সবচেয়ে চ্যালেঞ্জের।
লক্ষ্য শুধু জয়, তাই পুরুলিয়ার (Purulia) তিনটি পৌরসভাকে (three municipalities) পাখির চোখ করেছে বিজেপি (BJP)। মঙ্গলবার (Tuesday) থেকে কোমর বেঁধে প্রচার শুরু পুরুলিয়া বিজেপির। প্রথম দিনের প্রচারে পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। লোকসভা ভোটে রেকর্ড ভোটে জয়লাভকে হাতিয়ার করে বিজেপি প্রার্থীকে সাথে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন পুরুলিয়ার এই তরুণ সাংসদ।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে একবারে শুন্য থেকে যাত্রা শুরু ২০১৯-এর লোকসভা ভোটে রেকর্ড ভোটে জয়লাভ করে রুখা সুখা পুরুলিয়ার মাটিতে পদ্মফুল ফুটিয়েছিল গেরুয়া শিবির। এবার সেই ট্র্যাডিশনকে সামনে রেখেই পৌরসভা নির্বাচনে প্রচার শুরু করে দিল পুরুলিয়ার বিজেপি শিবির। প্রচারের মুখ পুরুলিয়ার তরুণ সংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। আজ থেকেই পুরুলিয়া পৌরসভায় কোমর বেঁধে প্রচার শুরু করে দিল বিজেপি। আজ ২ নম্বর, ১৯ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে হয় প্রচার।
প্রথমে বিজেপি প্রার্থী আবির সেনগুপ্তর হয়ে বাড়ি বাড়ি প্রচার করলেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা। আজ বিজেপি প্রার্থী আবির সেনগুপ্ত তথা এলাকার সবার পরিচিত রানাদাকে সাথে নিয়ে বাড়ি বাড়ি যান সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।সকলকে আবেদন করেন।"লোকসভা ভোটে আমাকে আশীর্বাদ করেছিলেন। নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করে প্রধানমন্ত্রী করেছেন। পৌরসভার ভোটে ২ নম্বর ওয়ার্ডে মোদীজির প্রার্থী আছেন আবিরদা, ওকে পদ্মফুল ছাপে ভোট দিয়ে জয়ী করান।"
আরও পড়ুন- সিবিআই দফতরে হাজিরা দেবের, গরু পাচারকাণ্ডে চলছে জিজ্ঞাসাবাদ
আরও পড়ুন- 'ইসলামপুর পুর নির্বাচনে তৃণমূল নেতাই সন্ত্রাস চালাবে', অভিযোগ দলেরই বিধায়কের
এদিন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে পৌরসভার নির্বাচনী প্রচারে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এলাকাবাসী। অনেকের কাঁচা বাড়ি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেও বাড়ি পাননি বলে জ্যোতির্ময় সিং মাহাতোকে জানান। সাংসদ জানান পৌরসভায় আমাদের জিতিয়ে আনুন সবার বাড়ি হবে। এদিন প্রচারের ফাঁকে জ্যোতির্ময় সিং মাহাতো জানান, পুরুলিয়ার মানুষ ২০১৮-১৯ সাল থেকেই ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে আসছেন। এবারেও আশীর্বাদ করবেন। এবার পুরুলিয়ার তিনটি পৌরসভায় দুই-তৃতীয়াংশ আসন নিয়ে এককভাবে বিজেপি বোর্ড করবে বলেও জানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। দুই নম্বর ওয়ার্ডের প্রার্থী আবির সেনগুপ্তও জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী বলেও জানান।
২০২১-এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় ৯টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৬টি বিধানসভা দখল করলেও পুরুলিয়া বিধানসভার লড়াই ছিল সবচেয়ে চ্যালেঞ্জের। পুরুলিয়া বিধানসভার প্রার্থী ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছিলেন তৎকালীন সদ্য কংগ্রেস থেকে যোগ দেওয়া সুদীপ মুখোপাধ্যায়। বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের কাছে হারতে হয় জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে। পুরুলিয়া পৌরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে ৮,১৫,২২-এই তিনটি ওয়ার্ড বাদে সবকটি ওয়ার্ডে হারতে হয় তৃণমূল কংগ্রেসকে।
পুরুলিয়া বিধানসভার অন্তর্গত পুরুলিয়া পৌরসভার এই ভোটব্যাংকে টার্গেট করেছে পুরুলিয়া জেলা বিজেপি। একক ভাবে পুরুলিয়া পৌরসভা দখল করতে মরিয়া পদ্মফুল শিবির। যার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রতিটি ভোটারের কাছে পৌঁছে যাচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তুলে ধরছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিনামূল্যে গ্যাস সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প।